যুক্তরাষ্ট্রে অপরিহার্য পেশায় নিয়োজিত ৬৯ শতাংশ অনিবন্ধিত অভিবাসী শ্রমিক!

0
982


যুক্তরাষ্ট্রে কোভিড ১৯ মহামারির বিরুদ্ধে সামনের সারিতে থেকে যারা বিভিন্ন অগ্রাধিকারমূলক ও অতি গুরুত্বপূর্ণ পেশায় যুক্ত থেকে লড়াই করছেন, তাদের মধ্যে দুই তৃতীয়াংশেরও বেশি অনিবন্ধিত অভিবাসী শ্রমিক রয়েছেন। গত বুধবার প্রকাশিত প্রো-ইমিগ্রেশন রিফর্ম গ্রুপ এফডব্লিউডি.ইউএস. এর করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এদিকে গবেষণায় দেখা গেছে, ৬৯ শতাংশ অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের ‘জরুরী’ ও অপরিহার্য জনবল বলে উল্লেখ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ২০১৯ সালে আমেরিকান কমিউনিটি সার্ভে শিরোনামে এ জরিপটি করেছে সেনসাস ব্যুরো।

এভাবে প্রতিনিয়তই মানুষ চাকরির আশায়, বেঁচে থাকা ইচ্ছায় জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পাড়ি দেয়। ছবি: রয়টার্স


গবেষণায় আরো উঠে এসেছে অপরিহার্য প্রত্যেক পাঁচ জনের মধ্যে এক অভিবাসী কর্মী রয়েছে। যদিও এর বিপরীতে অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, মার্কিন নাগরিকদের চাকরি হুমকির মুখে পড়ছে বিদেশি শ্রমিকদের কারণে। যা করোনা মহামারিকালীন খুবই নিষ্ঠুরভাবে অর্থনীতির জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করেছেন। যেখানে অর্থনীতির গতি ত্বরাণ্বিত করতে বেকার মার্কিনিদের অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ নিশ্চিত করার জন্য সাময়িকভাবে অভিবাসন প্রত্যাহার করা হয়েছে। গত জুনে করা এই আইনের সময়সীমা গত বছরের শেষ নাগাদ পর্যন্ত বাড়িয়েছিলেন।
গবেষণায় আরো দেখা গেছে, কৃষিখাতে ১১ শতাংশ শ্রমিক, স্বাস্থ্যখাতে ২ শতাংশ এবং খাবার সরবরাহ ও উৎপাদনের সঙ্গে ৬ শতাংশ অনিবন্ধিত অভিবাসী যুক্ত রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here