যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর তালিকায় বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৭তম থেকে ১৪তম অবস্থানে এসেছে। আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের উপর সদ্য প্রকাশিত ‘২০২১ ওপেন ডোরস রিপোর্টস অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল অ্যাক্সচেঞ্জ’ এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
১৫ থেকে ১৯ নভেম্বর, আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের শিক্ষা ও
সাংস্কৃতিক বিষয়ক ব্যুরো এবং আন্তর্জাতিক শিক্ষা ইন্সটিটিউট যৌথভাবে আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কার্যক্রমের উপর
২০২১ সালের ‘ওপেন ডোরস রিপোর্ট’ প্রকাশ করেছে।
রিপোর্টে উল্লেখ করা হয় যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে আট হাজার ৫ শত ৯৮ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশুনার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহামারি চলাকালীন বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে, ২০২০ সালের তুলনায় বাংলাদেশর শিক্ষার্থীদের সংখ্যা মাত্র দুই দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষাগত বিনিময় বৃদ্ধি একটি কৌশলগত অগ্রাধিকার। কারণ আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের মাধ্যমে উভয় জাতি, জনগণ ও পেশাদার নেটওয়ার্কগুলো উপকৃত হয়।
বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০২১ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত যুক্তরাষ্ট্রের নারীদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান
বিষয়ক এক ভার্চুয়াল সেমিনারে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, ‘কোভিড-১৯ যখন বিশ্বব্যাপী চ্যালেঞ্জ তৈরি করছে সেই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণ করতে দেখা হৃদয়গ্রাহী ও অনুপ্রেরণামূলক ।’
হেলেন লাফেভ আশাবাদ ব্যক্ত করেন যে, এই অনুষ্ঠানটি বাংলাদেশী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশুনার পথ খুঁজে পেতে
সহায়তা করবে।’ তিনি অংশগ্রহণকারীদের উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম খুলনায় অবস্থিত চারটি আমেরিকান স্পেসে থাকা এডুকেশনইউএসএ উপদেষ্টাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান।
এডুকেশনইউএসএ ৪৩০টির বেশি পরামর্শ কেন্দ্রের একটি বৈশ্বিক নেটওয়ার্ক যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্রের
শিক্ষা সংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রদান করে থাকে। এই প্লাটফর্মটি মূলত যুক্তরাষ্ট্রের শিক্ষা সংক্রান্ত তথ্য প্রদানের সরকারি তথ্যের উৎস হিসেবে কাজ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস ‘এডুকেশনইউএসএ বাংলাদেশ’-এর মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থী ও স্কলারদের জন্য বেশ কয়েকটি ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজনের মধ্য দিয়ে এ বছরের আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০২১ উদযাপন করছে। এছাড়াও কয়েকটি বিষয়ের উপর ওয়েবিনারেরও আয়োজন করবে তারা।