যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ডেলিভারিম্যানের হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ

0
927
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে হত্যাকারি গ্রেফতার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কর্মী সালাউদ্দিন বাবলুকে হত্যার অভিযোগে জোসেফ স্যান্ডোভাল নামের ২৩ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থল নিউইয়র্কের সারা ডি রুজভেল্ট পার্কের কাছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা নিশ্চিত হয়েছে যে, জোসেফই সালাউদ্দিনকে ছুরিকাঘাত করে এবং তার ই-বাইক চুরি করে। এদিকে সালাউদ্দিনের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিবিএস নিউইয়র্ক

গত শনিবার ১৭ অক্টোবর স্থানীয় সময় বেলা ১ টার পর ৫১ বছর বয়সী সালাউদ্দিন লাবলুর মৃতদেহ  সারা ডি রুজভেল্ট পার্কের কাছে পাওয়া যায়।সেসময়  তার মুখে ও পেটে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন দেখা যায়।

যুক্তরাষ্ট্র প্রবাসী সালাউদ্দিন ছিলেন  গ্রাবহাব-এর একজন ডেলিভারিম্যান। নিহতের পরিবারিক সূত্র জানিয়েছে, তিনি প্রায়ই ১০ থেকে ১২ ঘন্টা কাজ করতেন। তিনি বাংলাদেশে তার স্ত্রী এবং দুই সন্তানের জন্য অর্থ সঞ্চয় করছিলেন, এই আশায় যে একদিন তাদেরও যুক্তরাষ্ট্রে নিয়ে আসবেন।

১৭ অক্টোবর সকাল থেকে সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়,  সন্দেহভাজন একজন ব্যক্তি সারা ডি রুজভেল্ট পার্কে সালাউদ্দিনকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করছে।

সালাউদ্দিনের ভগ্নিপতী আহসান আহমেদ সংবাদ মাধ্যম সিবিএস নিউইয়র্ককে বলেন, ‘সে শুধু একজন মানুষকে খুন করেনি, একটি পরিবারের ভবিষ্যৎও শেষ করে দিয়েছে।’

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, শহরে ডেলিভারিম্যানদের ৫৪ শতাংশ  ডাকাতির কবলে পড়েছেন, যাদের মধ্যে অনেকেই অভিবাসী। ৩০ শতাংশ মানুষ বলেছেন যে, ডাকাতির সময় তাদের উপর হামলা করা হয়েছে।

লস ডেলিভারিস্টাস ইউনিডোস সংস্থার মতে, সালাউদ্দিন এই বছর হত্যাকাণ্ডের শিকার ১২তম ডেলিভারিম্যান। যদিও বেশিরভাগ প্রাণহানি ট্রাফিক সম্পর্কিত ছিল। সংস্থাটির জরিপে উঠে এসেছে যে, প্রতিদিন শ্রমিকদের কাছ থেকে  ৫০ থেকে ১০০ টির মতো ডাকাতির এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।

সালাউদ্দিনের পরিবার জানিয়েছে,  মারাত্মক এই হামলার আগেও  ডাকাতরা তাকে ছুরিকাঘাত করেছিল। মোটা শীতের জ্যাকেট পরে থাকার কারণে সম্ভবত সে সময় তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন।

শহরের রাস্তা ডেলিভারিম্যানদের জন্য নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন আহসান। তিনি বলেন ‘এটা শুধু একদিনের ঘটনা নয় কিংবা কেবল ব্রুকলিন বা ম্যানহাটনের ঘটনা নয়, এটা পুরো শহর জুড়ে ঘটছে।’

সংবাদ মাধ্যম সিবিএস নিউইয়র্ক  সম্প্রতি ডেলিভারিম্যানদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, তারা তাদের কাজ শেষ করার পর ব্রঙ্কস এবং ম্যানহাটনের সংযোগকারী উইলিস এভিনিউ ব্রিজ টহল দেওয়ার জন্য দ্য ডেলিভারি বয়েজ নামে একটি দল গঠন করেছিলেন।

আরো পড়ুন

জাকারিয়া নামের আরেক ডেলিভারিম্যান বলছেন, ‘তারা (ডাকাতরা) লিফটে দেরি করানোর চেষ্টা করে, যাতে তাদের কেউ একজন লক কেটে আপনার বাইক নিয়ে যেতে পারে।’

‘ডেলিভারি কাজ নিরাপদ নয়, কারণ মাঝে মাঝে আপনি একটি ভবনে যান এবং আপনি জানেন না, সেখানে কোন মানসিকতার লোক বাস করে’- বলেন জাকারিয়া।

সালাউদ্দিনের পরিবার ও তার সহকর্মীরা ভবিষ্যতে সারা ডি রুজভেল্ট পার্কে ডেলিভারিম্যানদের সুরক্ষার জন্য একটি সমাবেশের পরিকল্পনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here