অভিবাসনপ্রত্যাশীদের বিপজ্জনকভাবে সমুদ্রপথ পাড়ি দেয়া পর্যবেক্ষণকারী ও মানবিক সহায়তাকারী সংগঠন ‘ওয়াকিং বর্ডারস’ জানিয়েছে, স্পেনের ক্যানারি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করার সময় অন্তত ২১ নারী ও একজন শিশু মারা গেছে। এছাড়া আরো কয়েক ডজন মানুষ সমুদ্রে হারিয়ে গেছে বলে দাবি সংগঠনটির।
বেসরকারি প্রতিষ্ঠান ‘ওয়াকিং বর্ডারস’ এর প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো এক টুইট বার্তায় আজ জানিয়েছেন, মরোক্কোর নৌবাহিনী একটি নৌকা থেকে ২২ জনের মৃতদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে একটি শিশু ও বাকিরা নারী। ধারণা করা হচ্ছে, এসব অভিবাসনপ্রত্যাশীর বেশিরভাগই আইভরি কোস্ট ও গিনি থেকে আগত।
মরোক্কোর কর্তৃপক্ষ ও নৌবাহিনী এই ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। এমনকি এরকম কোনো ঘটনার তথ্যও সংবাদমাধ্যমকে জানায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিসও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
মালেনো জানিয়েছেন যে, ৮৬ জন যাত্রী নিয়ে এই নৌকাটি যাত্রা করেছিল। এদের মধ্যে ৩৬ জন নারী ১৩ জন শিশু ছিল। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপ পর্যন্ত আটলান্টিক রুট ইউরোপে প্রবেশের জন্য অভিবাসনপ্রত্যাশীদের কাছে অন্যতম জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে। যদিও এই রুটটি এখন ভয়াবহ বিপজ্জনক রুট হিসেবে পরিচিত।
সূত্র: আরব নিউজ