উখিয়া ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত

0
700
রোহিঙ্গা নিহত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নিহত


ফের উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। রোহিঙ্গাদের বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোর্শেদের উদ্ধৃতি দিয়ে বিবিসি বলছে, আজ শুক্রবার ভোরে উখিয়ার বালুখালীর ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে নিহতদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-২ এর মোহাম্মদ ইদ্রিস (৩২), বালুখালী ক্যাম্প-১ এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের আজিজুল হক (২৬) ও মো. আমীন (৩২)। অপর ৩ জনের নাম এখনও জানা যায়নি।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক শিহাব কায়সার খান গণমাধ্যমকে ৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

৭ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
মূলত গত প্রায় দুই বছর ধরে ক্যাম্পের অভ্যন্তরে হত্যাকাণ্ড ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা আশঙ্কাজনক মাত্রায় বেড়ে চলেছে।

সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে উখিয়া ক্যাম্পে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর দেশ ও আন্তর্জাতিক অঙ্গন থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here