ঢাকা থেকে মদিনা, কুয়েত ও কাঠমান্ডুগামী ফ্লাইট পুনরায় চালু

0
798
বিমানের ফ্লাইট চালু
ঢাকা থেকে মদিনা, কুয়েত ও কাঠমান্ডুগামী ফ্লাইট পুনরায় চালু

আগামী ০৯ অক্টোবর, ২০২১ তারিখ থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে এবং ১০ অক্টোবর, ২০২১ তারিখ থেকে ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স। আজ বুধবার, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকেই এসব রুটের টিকেট ক্রয় করা যাবে। আগামী ০৯ অক্টোবর, ২০২১ তারিখ হতে ঢাকা থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার বিমানের ফ্লাইট বিজি০৭১ স্থানীয় সময় ০৯:১৫ টায় কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কাঠমান্ডু থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার ফ্লাইট বিজি০৭২ স্থানীয় সময় ১১:২৫ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

অপরদিকে, আগামী ১০ অক্টোবর, ২০২১ তারিখ হতে ঢাকা থেকে প্রতি রবিবার ও বুধবার ফ্লাইট বিজি৪০৩৭ স্থানীয় সময় ১৪:১৫ টায় মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং মদিনা থেকে প্রতি রবিবার ও বুধবার ফ্লাইট বিজি৪০৩৮ স্থানীয় সময় ১৯:৩০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

এছাড়াও আগামী ১০ অক্টোবর, ২০২১ তারিখ হতে বিমানের ফ্লাইট বিজি০৪৩ ঢাকা থেকে প্রতি রবিবার স্থানীয় সময় ১৯:৪৫ টায় এবং প্রতি মঙ্গলবার ১৮:৪০ টায় কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় ০০:০১ টায় এবং প্রতি মঙ্গলবার ২২:৫৫ টায় ফ্লাইট বিজি০৪৪ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

বিজ্ঞপ্তিটিতে আরো উল্লেখ করা হয়, বিমানের যে কোন সেলস অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১ ফোন: +৮৮-০২-(৮৯০১৬০০-০৯) এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাত্রীরা এ সমস্ত রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here