পাপুলের সংসদ সদস্যপদ বাতিল

0
1125

লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্যপদ পদ বাতিল করা হয়েছে। আজ সোমবার সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মানব ও অর্থপাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত হওয়ায় সংসদ সদস্য পদ হারালেন তিনি। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম সাংসদ যিনি বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে দন্ডিত হওয়ার পর পদ হারালেন।

সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্যতা হারান তিনি। সংবিধানের ৬৬ (২) অনুচ্ছেদে বলা হয়েছে, কোন সংসদ সদস্য দুই বছরের অধিক সময়ের জন্য দণ্ডিত হলে এবং সেই রেকর্ড সংসদের কাছে পৌঁছালে সংবিধান অনুযায়ী সংসদ আসন শূন্য ঘোষণা করা হবে৷ 

গত ২৮ জানুয়ারি পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে কুয়েতের একটি আদালত৷ ২০১৮ সালে লক্ষ্মীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন পাপুল৷ পরবর্তীতে তার স্ত্রী সেলিনা ইসলামও সংরক্ষিত আসনে সংসদ সদস্যপদ পান৷ পাপুল গ্রেফতারের পর তার এবং তার স্ত্রী, কন্যা ও শালিকার বিরুদ্ধে গত ১০ ডিসেম্বর মামলা করেছে দুর্নীতি দমন কমিশন৷ সেই মামলায় পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম জামিনে আছেন৷ যদিও গত ১৫ ফেব্রুয়ারি বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুদক৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here