
সাম্প্রতিক সময়ে অনিরাপদ উপায়ে ইউরোপের দেশগুলোতে অভিবাসী গমণ এবং ধীরে ধীরে পরিসর বাড়তে থাকা এই পরিস্থিতি নিয়ে স্থানীয় সরকার, প্রশাসন ও সাধারণ ইউরোপিয়ানদের প্রতিক্রিয়াসহ নানাবিধ বিষয় চমৎকারভাবে বিশ্লেষণ করা হয়েছে গ্রন্থটিতে। একইসঙ্গে এসব বিষয় নিয়ে ওই অঞ্চল যেসব নীতিগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা বিষদভাবে অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে এতে।
নির্দিষ্ট করে অভিবাসী, যারা কিনা ইউরোপের বিভিন্ন সীমানা পেরিয়ে ইতিমধ্যে প্রবেশ করেছে, তাদের নিয়ে ইউরোপিয় কর্তৃপক্ষের নীতি ও কৌশলগত দৃষ্টিভঙ্গি ও অবস্থান ব্যাখ্যা করা হয়েছে গ্রন্থটিতে। যুক্তি ও প্রামাণ্য দলিলের মিশেলে পুরো গ্রন্থটি পাঠক ও গবেষকদের ভেতর বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম। অকাট্য প্রামাণিক যুক্তিসমুহ ইউরোপের নানা অঞ্চল নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনায় নতুন মোড় সৃষ্টি করেছে গ্রন্থটি। গ্রন্থটির মাধ্যমে দার্শনিক, নৈতিক, দ্বান্দ্বিক, আইনি ও সমাজতান্ত্রিক বিশ্লেষণের মাধ্যমে পাঠককে অভিবাসন নিয়ে আন্তর্জাতিক এজেন্ডাগুলি নিয়ে স্পষ্ট ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। এখানে উত্থাপিত প্রতিটি বিষয় নিয়ে ইউরোপিয়ানদের অভিবাসন সম্পর্কিত নীতির অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্নও উত্থাপন করা হয়েছে। গ্রন্থটি একইসঙ্গে গবেষক, অনুশীলনকারী ও নীতি নির্ধারকদের প্রয়োজন মেটানোর পাশাপাশি ইউরোপে অনিয়মিত অভিবাসন নিয়ে করা শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ ও মুল্যবান পাঠযোগ্য বই হিসেবে ভূমিকা পালন করতে সক্ষম।
গ্রন্থের নাম: মাইগ্রেন্টস উইথ ইরেগুলার স্ট্যাটাস ইন ইউরোপ: ইভোলভিং কনস্পেচুয়াল অ্যান্ড পলিসি চ্যালেঞ্জেস
প্রকাশকাল: ২০১৯
লেখক: আনা ত্রিয়াদাফিলিদো
সম্পাদক: আনা ত্রিয়াদাফিলিদো ও সারাহ স্পেন্সার
প্রকাশনা প্রতিষ্ঠান: স্প্রিংগার ওপেন