বৈদেশিক কর্মসংস্থান শুধুমাত্র দেশের বেকারত্বই হ্রাস করে না, একই সঙ্গে বিদেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকেও রাখছে সচল। কিন্তু সঠিক নিয়ম না জেনে বিদেশ গমনের ফলে প্রতারণার শিকার হতে হয় অনেককেই। সঠিকভাবে প্রস্তুতি নিয়ে, জেনে-বুঝে নির্বিঘ্নে বিদেশ গমন করলে অর্থ ও সম্মান দুটিই পাওয়া যায়। তাই অভিবাসনের পূর্বে যেসব বিষয় জানা আবশ্যক তা হলো-
অভিবাসন ও ভ্রমণ সম্পর্কিত:
বিদেশ যাওয়ার আগে কোন কোন প্রক্রিয়া ও ধাপ পার হতে হবে সে বিষয়ক বিস্তারিত তথ্য যেমন-প্রয়োজনীয় কাগজপত্র, পাসর্পোট, বৈধ ভিসা, বিমানের টিকিট, মেডিকেল সার্টিফিকেট, বিইএমটি এর ছাড়পত্র ও স্মার্টর্কাড সম্পর্কিত তথ্য।
যে দেশে যেতে ইচ্ছুক সেখানকার অভিবাসন নীতি, সে দেশের আইন-কানুন, রীতি-নীতি, সংস্কৃতি, ট্রাফিক সিস্টেম, সামাজিক পরিবেশ, খাদ্যাভ্যাস প্রভৃতি সম্পর্কে জেনে নিতে হবে ।
কর্মচুক্তি সম্পর্কিত:
কোন পেশায় নিযুক্ত হতে চান সেই কাজের ধরণ ও নিয়োগকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। যে দেশে যাবেন সেদেশের সরকার কর্তৃক কাজ করার অনুমতি বা ওয়ার্ক পারমিট, চাকরির চুক্তিপত্র, পারিশ্রমিক, কত ঘন্টা কাজ করতে হবে, ছুটি, কাজের প্রকৃতি ও পরিবেশ, বাসস্থান, বীমা ও অন্যান্য সুবিধা সম্পর্কিত তথ্য জানতে হবে। কর্মস্থলে প্রবেশ ও ঝুঁকি মোকাবেলায় এ সংক্রান্ত তথ্য জানা খুবই জরুরি।
অভিবাসীর অধিকার সম্পর্কিত:
অভিবাসী কর্মী হিসেবে আপনি যে ধরণের অধিকার ভোগ করতে পারেন সে বিষয়ে জ্ঞান থাকতে হবে। এজন্য জানতে হবে, মানবাধিকার, শ্রম অধিকার, শারীরিক ও মানসিক নিরাপত্তার অধিকার, দ্বন্দ্ব ও অভিযোগ নিষ্পত্তির অধিকার, চিকিৎসা প্রাপ্তির অধিকার এবং দেশে ফেরত আসার অধিকার সম্পর্কে।
পরিবারের সঙ্গে যোগাযোগ সম্পর্কিত:
মানসিক প্রশান্তি ও সাংসারিক দায়িত্ববোধ এবং প্রবাসীর পাঠানো রেমিট্যান্সের সঠিক ব্যবহারের দিক নির্দেশনা প্রদানের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা আবশ্যক।
বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণ সম্পর্কিত:
বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর সঠিক নিয়ম ও পদ্ধতি জানতে হবে এবং অনুমোদিত মাধ্যম ও প্রতিষ্টানের সাহায্যে টাকা পাঠাতে হবে। এছাড়াও বৈদেশিক আয়, সঞ্চয় বা বিনিয়োগ ও টাকা প্রেরণের বিধি-নিষেধ সম্পর্কিত তথ্য জানা গুরুত্বপূর্ণ।
ভাষা শিক্ষা সম্পর্কিত:
কর্মক্ষেত্রে ও দৈনন্দিন জীবনে প্রয়োগের জন্য গন্তব্য বা অবস্থানকারী দেশের ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রয়োজনে যে দেশে যেতে ইচ্ছুক সেখানকার ভাষা শেখার জন্য প্রশিক্ষন নিতে হবে।
দুর্যোগকালীন সেবা সম্পর্কিত:
বিদেশে অবস্থানকালীন যে কোনো সমস্যার সম্মুখীন হলে কী করণীয়, দূতাবাস থেকে কিভাবে সহায়তা পাওয়া যায়, জরুরি সেবা ও হেল্পলাইন বিষয়ক যোগাযোগের তথ্য যেমন- প্রবাস বন্ধু কল সেন্টার, আমি প্রবাসী অ্যাপ এর মাধ্যমে কীভাবে সহায়তা পাওয়া যায় তা জানতে হবে। দেশে ফেরত আসার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।