ইতালির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা মাত্তেও সালভিনি বিচারের মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে ২০১৯ সালের আগস্টে অভিবাসীদের উদ্ধারকারী একটি জাহাজকে ডকে ভিড়তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
তার বিরুদ্ধে আরো অভিযোগ পাওয়া গিয়েছে যে, তিনি সেময় উদ্ধারকারী জাহাজে ১০০ জনেরও বেশি অভিবাসীকে বেআইনিভাবে অবরুদ্ধ করে রেখেছিলেন।
তবে, ডানপন্থী এই রাজনীতিবিদ অভিবাসীদের অবরুদ্ধ করা ও দায়িত্ব পালন না করার অভিযোগ অস্বীকার করেছেন।
প্রসিকিউশনের সাক্ষীদের মধ্যে হলিউড অভিনেতা রিচার্ড গেরেও রয়েছেন, যিনি ওই ঘটনার সময় উদ্ধারকারী জাহাজ ওপেন আর্মস এ অবস্থান করছিলেন।
২০১৯ সালের আগস্টে, উদ্ধারকারী জাহাজ ওপেন আর্মস ভূমধ্যসাগরে বিপদগ্রস্থ ১৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছিল। আগস্টের মাঝামাঝি সময়ে তাদেরকে ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা থেকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু জাহাজটিকে বন্দরে ভেড়ার অনুমতি দেয়া হয়নি।
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনির নির্দেশে তখন বন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়। জাহাজটিতে পর্যাপ্ত স্যানেটারি ব্যবস্থা না থাকার পরও অভিবাসীদের সেখানে তিন সপ্তাহের মতো আটকে রাখা হয়। অনেক আশ্রয়প্রার্থী তখন হতাশ হয়ে তীরে পৌঁছানোর জন্য সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে।
মাত্তেও সালভিনি তার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময়ই অভিবাসন বিরোধী প্রচারে যুক্ত ছিলেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
আরো পড়ুন
- ইতালির ভিসা কত প্রকার এবং কী কী?
- ইতালিয়ান ক্যাপ্টেনের কারাদণ্ড
- ইতালিতে তরুণ অভিবাসীদের জীবনে রং ছড়াচ্ছে স্ট্রীট আর্ট
- গত সাত মাসে কোন দেশের কতজন সাগরপথে ইতালি গেছেন?
বিচারের প্রথম দিন বিচারক উভয় পক্ষের সকল সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে এবং তার মন্ত্রিসভার সদস্যরাও রয়েছেন।
কিন্তু তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে হলিউড অভিনেতা গেরের উপস্থিতি নিয়ে উপহাস করেছেন সালভিনি। আদালতের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আশ্চর্য হচ্ছি যে হলিউডের রিচার্ড গের আমার বিচার সম্পর্কে সাক্ষ্য দিতে যাচ্ছেন!
অভিযুক্ত সালভিনি বলেছিলেন যে, তিনি অভিবাসীদের বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধা দেওয়ার জন্য তাঁর সরকারের ঘোষিত ‘অবরুদ্ধ বন্দর’ নীতি অনুসরণ করেছেন।
কিন্তু জাহাজটি অবরোধের কারণে সেই সময় জোট সরকারের মধ্যে একটি ক্ষোভ এবং গুরুতর বিভক্তির সৃষ্টি হয়েছিল। গত বছরের জুলাইয়ে, সিনেট তার সংসদীয় নিরাপত্তা কেড়ে নেওয়ার পক্ষে ভোট দেয়।
২০১৯ সালে ওপেন আর্মস নামক দাতব্য প্রতিষ্ঠানটি তাদের জাহাজে সালভিনির এমন অবরোধের বিরুদ্ধে একটি আইনি অভিযোগ দায়ের করেছিল।
দাতব্য সংস্থাটির প্রতিষ্ঠাতা অস্কার ক্যাম্পস শনিবার আদালতের বাইরে সাংবাদিকদের বলেছিলেন যে, জীবন বাঁচানোকে রাজনীতিকরণ করা উচিত নয়। ‘সমুদ্রে মানুষকে উদ্ধার করা কোন অপরাধ নয়, এটা শুধু একজন ক্যাপ্টেনের ক্ষেত্রেই নয়, এই বাধ্যবাধকতা সমস্ত রাজ্যের জন্যও’- বলেছিলেন তিনি।
এই মামলাটির পরবর্তী শুনানির তারিখ ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
সূত্র: বিবিসি, আল জাজিরা