কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় এই প্রথমবারের মতো একজন আদিবাসী জনগোষ্ঠীর মানুষ মারা গেলেন। মৃত ব্যক্তি অস্ট্রেলিয়ার ‘দুব্বো’ অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর সদস্য। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে, গত রোববার পঞ্চাশ বছর বয়সী এ ব্যক্তি দুব্বোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শারীরিক অসুস্থতা নিয়ে তিনি নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি ছিলেন।
ওয়েস্টার্ন এনএসডাব্লিউ (নিউ সাউথ ওয়েলস) লোকাল হেলথ ডিস্ট্রিক্ট এর প্রধান নির্বাহী স্কট ম্যাকলাচলান আদিবাসী এ ব্যক্তির মৃত্যুর ঘটনাকে ‘খুব দুঃখজনক ও বিষন্ন দিন ’বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি প্রত্যেককে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন গ্রহণ করতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘মৃতের পরিবার, বন্ধুবান্ধব, দুব্বোর আদিবাসী জনগোষ্ঠী ও পুরো অঞ্চলের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’
আরো পড়ুন
অস্ট্রেলিয়ায় আদিবাসীদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে অনাগ্রহ থাকায় তিনি সতর্ক করে বলেন, ‘শরীরে যদি ভ্যাকসিন প্রবেশ না করানো হয় তাহলে মৃত্যুঝুঁকিও বেড়ে যাবে। আমরা জানি ভ্যাকসিন বিষয়ে এখানে প্রচুর ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। ওয়েস্টার্ন এনএসডাব্লিউজুড়ে মানুষকে ভ্যাকসিন দেয়ার যথেষ্ট সুযোগ এখানে আছে।’
নিউ সাউথ ওয়েলসে গত রোববার এই আদিবাসীসহ মৃত চারজনের মধ্যে প্রত্যেকেই করোনা আক্রান্ত ছিলেন। ওয়েস্টার্ন লোকাল হেলথ ডিস্ট্রিক্টে বর্তমানে ৫৬১ জন কোভিড-১৯ এ আক্রান্ত আছেন। এর মধ্যে ৬৫ শতাংশ আদিবাসী অথবা তোরেস স্ট্রেইট দ্বীপপুঞ্জের অধিবাসী। গার্ডিয়ান অনুসন্ধান করে দেখেছে যে, ডিস্ট্রিক্টের অ-আদিবাসী মানুষেরা আদিবাসীদের চেয়ে দ্বিগুণেরও বেশি হারে ভ্যাকসিন নিয়েছেন।
গত সোমবার পর্যন্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, দুব্বোর মাত্র ৩১ শতাংশ আদিবাসী প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন নিয়েছেন। আর ৯ শতাংশ আদিবাসী সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। অপরদিকে দুব্বোর মূলধারার অধিবাসীদের মধ্যে এই হার ৬৪ দশমিক ৫ শতাংশ, যারা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।