যুক্তরাষ্টের টেক্সাস ক্যাম্পে অবস্থানরত হামিদ আহমাদি নামের একজন শরণার্থী সম্প্রতি টুইটারে একটি ছবি শেয়ার করে বেশ আলোচনার তৈরি করেছেন। ছবিটিতে আহমাদি তুলে ধরেছেন, তার প্লেটে শরণার্থী শিবির থেকে ছোটো দুই পিস মুরগির মাংস, সামান্য কিছু ফল ও রুটি দেয়া হয়েছে।
মূলত এই রকম একটি ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে আহমাদির কৃতজ্ঞতাবোধ নিয়ে অনেকেই ঠাট্টা-তামাশা শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। যদিও আহমাদি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনো রকম অভিযোগ প্রকাশ করতে তিনি মোটেই এমন কাজ করেননি।
ছবিটি শেয়ার করে ২৮ বছর বয়সী এ যুবক টুইট বার্তায় লেখেন, ‘এটা কোনো অভিযোগ নয়। গত রাতে আমাকে যে খাবার দেয়া হয়েছিল এবং ১২ ঘণ্টা পর যা দেয়া হবে এটা তারই ছবি। শরণার্থী জীবন নিরাপদ হতে পারে কিন্তু এটা কখনোই সরল ও স্বাভাবিক নয়।’
অবশ্য আহমাদি একবারের জন্যও কল্পনা করেননি যে, এই টুইট করার পর তাকে হেনস্তা হতে হবে। এ ঘটনার পর অনেকেই তাকে অকৃতজ্ঞ বলে তিরস্কার করেছে। এমনকি কেউ কেউ তার দিকে রাগান্বিতস্বরে প্রশ্ন করেছেন যে, তিনি কেনো আফগানিস্তান থেকে তাহলে পালিয়ে এসেছেন?
ডার্কনাইট নামের একজন টুইটার ব্যবহারকারী হামিদ আহমাদিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমি বাম দিকে রুটির টুকরো দেখতে পাচ্ছি, যা আপনি দেখছেন না। আপনি একটি আইফোন থেকে টুইট করছেন, যা ব্যয়বহুল। আপনাকে তাদের ধন্যবাদ জানাতে হবে, যারা আপনার জীবন রক্ষা করেছে এবং আপনি জীবন নিয়ে দেশ থেকে বেরিয়ে এসেছেন এবং আপনি খেতে পারছেন। কৃতজ্ঞ হোন এবং তাদের ধন্যবাদ দিন। আর আইফোনটি ছুঁড়ে ফেলুন।’
এদিকে সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এর সঙ্গে কথা বলার সময়, আহমাদি বলেছিলেন যে, ‘তার উদ্দেশ্য অভিযোগ তোলা নয়, বরং তিনি কেবল আফগান শরণার্থীদের এমন একটি পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন, যে পরিস্থিতি তারা কখনোই প্রত্যাশা করেননি।’
কিছু টুইটার ব্যবহারকারী অবশ্য তার সমর্থনে এসে বলেছিলেন যে, তারা বুঝতে পারছেন যে তিনি কী বার্তা দিচ্ছেন।