তুর্কি-জাহাজে পৌঁছানো বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায় গ্রিস

0
896
গ্রিসে পেীছানো জাহাজ

গ্রিসের অভিবাসন মন্ত্রী নোতিস মিতারাসি সোমবার বলেছেন, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যেসব অভিবাসী তুর্কি পতাকাবাহী কার্গো জাহাজে পৌঁছেছে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চাইছে তারা।

মিতারাসি স্থানীয় সংবাদমাধ্যম ওপেন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘যারা আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার যোগ্য নয়, তাদের ফিরিয়ে দেওয়া হবে।’ তিনি আরো জানান যে, এই বিষয়ে দুই দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে গ্রিস সরকার।

অভিবাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে, ডোডেকানিজ দ্বীপের কস-এর অভ্যর্থনা ও শনাক্তকরণ কেন্দ্রে স্থানান্তরিত ৩৭৫ জন যাত্রীর মধ্যে ২৫০ জন বাংলাদেশি এবং পাকিস্তানি নাগরিক। বাকিদের মধ্যে ১১২ জন আফগানিস্তান থেকে এসেছেন।

আরো পড়ুনজীবন নিয়ে এক বিরাট বাজিই ধরেছিলাম

মিতারাসি বলেন, মন্ত্রণালয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর বিশেষজ্ঞদের কাছে ১৪০ জন যাত্রীর অবস্থা নিশ্চিত করতে বলেছে, যারা নিজেদের অপ্রাপ্তবয়স্ক বলে দাবি করেছে।

শুক্রবার গ্রিসের ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় ওই জাহাজটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর বিপদ সংকেত পাঠিয়েছিল। এরপর গ্রিক কর্তৃপক্ষ গতকাল রবিবার ভোরে এজিয়ান দ্বীপে জাহাজটি ভিড়ার সুযোগ দেয়। 

গ্রিসের কোস্ট গার্ড যাত্রীদের উদ্ধৃতি দিয়ে বলেছে যে এটি তুরস্ক থেকে যাত্রা করেছিল।

সূত্র: একিথিমেরিনি ডট কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here