এ পাড়ে শহর। মাঝখানে বিস্তীর্ণ পদ্মা। ওপাড়ে চর মাঝদিয়ার। শহরের দৈনন্দিন কাজ শেষে বসতবাড়িতে ফেরার দীর্ঘ অপেক্ষা কৃষক মকবুল হাসানের। কখন আসবে নৌকা? নৌকা পেরিয়ে বিশাল চরও পায়ে হেঁটে পাড়ি দিতে হবে ষাটোর্ধ এ ব্যক্তিকে। সবকিছুর জন্যই প্রস্তুত তিনি। কারণ সীমান্তঘেষা পদ্মার জেগে ওঠা চরে থাকা ছোট্ট জমিনটুকুই তার শেষ ভরসা।