নিউজিল্যান্ডে অভিবাসনের হার ২০১৩ সালের পর সর্বনিন্ম

0
632
picture: the conversation

২০২১ সালের জুন নাগাদ নিউজিল্যান্ডের মোট অভিবাসীর সংখ্যা রেকর্ডহারে কমে গেছে। গত শুক্রবার নিউজিল্যান্ডের পরিসংখ্যান বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের পর এই প্রথম দেশটির অভিবাসীর সংখ্যা এতটা কমে গেছে।

মূলত কোভিড-১৯ মহামারিতে আরোপিত নিষেধাজ্ঞা ও ভ্রমণবিধিনিষেধের কারণে এমনটি ঘটেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।


প্রতিবেদনটিতে বলা হয়, চলতি বছরের জুন নাগাদ ৪৫ হাজার ৩০০ অভিবাসী নিউজিল্যান্ডে প্রবেশ করেছে। বিপরীতে ৪০ হাজার ৫০০ অভিবাসী দেশটি ছেড়ে গেছে।


নিউজিল্যান্ডের পরিসংখ্যান বিভাগের এই প্রতিবেদনে বলা হচ্ছে, মাসিক হিসাব অনুযায়ী ১৯৮৬ সালের পর চলতি বছরের জুনে এবারই এত কমসংখ্যক অভিবাসী দেশটিতে প্রবেশ করেছে। একইভাবে দেশটি থেকে চলে যাওয়া অভিবাসীর সংখ্যাও ১৯৮৪ সালের পর সবথেকে কমেছে।


অন্যদিকে ২০২০ সালের এপ্রিল থেকে মাসিক অভিবাসনও কমেছে। করোনা মহামারির কারণে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও ভ্রমণবিধিনিষেধের কারণে আন্তর্জাতিকভাবে চলাফেরায় এসময় ব্যাপক সীমাবদ্ধতা ছিল। পরিসংখ্যান বিভাগের পপুলেশন ইন্ডিকেটর’স ম্যানেজার তেহসিন ইসলাম এক বিবৃতিতে দাবি করেছেন অভিবাসনের এমন নিন্মমুখিতার এটিই অন্যতম কারণ।

সূত্র: সিনহুয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here