ফ্রান্সে শক্তিশালী ঝড়ে বিদুৎবিহীন আড়াই লাখ বাড়িঘর

0
655
ফ্রান্সে ঝড়
। ছবি: ২০ মিন.সিএইচ


প্রবল ঝড়ের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্সের উত্তরাঞ্চলসহ বহু এলাকা। রাতভর বয়ে যাওয়া অরোরে নামের একটি শক্তিশালী ঝড়ের আঘাতে বৃহস্পতিবার সারাদিন প্রায় আড়াই লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল বলে নিশ্চিত করেছে দেশটির বিদুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইনিদিস।

ফ্রান্সের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বিধ্বংসী এ ঝড়ের আঘাতে রেলপথও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রী জ্যঁ বাপতিস্ত জেব্বারি এক টুইট বার্তায় ঝড়ের ধ্বংসযজ্ঞ তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উপড়ে পড়া গাছের ছবি পোস্ট করতে দেখা গেছে অনেককে।

প্রবল শক্তিশালী ঝড় অরোরের আঘাতে ফ্রান্সের উত্তরাঞ্চলে গাছপালা এভাবে উপড়ে থাকতে দেখা যায়। ছবি: সংগৃহীত

এদিকে ঝড়ের প্রভাবে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় দেশটির পশ্চিম ব্রিটানি অঞ্চলের বেশকিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ইনিদিস জানিয়েছে, বিদ্যুসংযোগ স্থাপনে আনুমানিক ৩ হাজার টেকনিশিয়ানকে দুর্ঘটনা কবলিত অঞ্চলে নিয়োজিত করা হয়েছে।

অরোরে নামের শক্তিশালী এ ঝড়টি দেশের পূর্ব দিকে অগ্রসর হয়েছিল। বুধবার দেশটির বেশ কিছু অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক সংকেত ‘অরেঞ্জ লেভেল’ জারি করা হয়েছিল। অবশ্য এখন এ সতর্কতা সংকেত নামিয়ে আনা হয়েছে। কিন্তু এখনো দেশটির পূর্বাঞ্চলের প্রায় পনোরোটি বিভাগ ‘ইয়োলো লেভেল’ সতর্কতা জারি আছে।


সূত্র: আরএলটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here