বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ নয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ফিলিপাইন সরকার।
ডেল্টা ভেরিয়েন্টের কারণে দেশজুড়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রক আজ জানিয়েছেন।
ফিলিপাইনে করোনা ভাইরাসের নতুন ধরন ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে এতে আক্রান্ত হয়েছেন ৬২৭ জন এবং মারা গেছেন ১১ জন।
প্রথমবারের মতো ভারতে করোনার ডেল্টা ধরন সনাক্ত হয়। একারণে ভারতের নাগরিকদের ওপরও ফিলিপাইনে প্রবেশের ক্ষেত্রে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ রয়েছে এই নিষেধাজ্ঞার আওতায়।
যদিও দেশটি তার প্রত্যাবর্তন কর্মসূচীর আওতায় বিদেশে অবস্থানরত ফিলিপিনো কর্মীদের দেশে ফিরে আসার অনুমতি দিয়েছে। তবে দেশে ফেরার পর তাদের সবাইকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারাইন্টাইনে থাকতে হবে।
ডেল্টা ভেরিয়েন্টের লাগাম টেনে ধরতে ফিলিপাইনের সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ম্যানিলা ও আশপাশের শহরগুলিতে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।
দেশটিতে এ পর্যন্ত ১৭ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে মারা গেছে ২৯ হাজার ৫৩৯ জন।
সূত্র: সিনহুয়া