বিদ্যুৎস্পৃষ্ঠে ইতালি-ফ্রান্স সীমান্তে বাংলাদেশি এক কিশোরের মৃত্যু

0
725
ইতালি-ফ্রান্স সীমান্ত- বাংলাদেশি -মৃত্যু


ট্রেনের ছাদে চেপে ইতালি হতে ফ্রান্স যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা গেছে ১৭ বছর বয়সী বাংলাদেশি এক কিশোর। গেল রোববার বাংলাদেশি এ কিশোর ইতালির পেলিয়া অঞ্চলের কাছে ভেন্তিমিগ্লিয়ায় ট্রেনের ছাদে লাফ দিয়ে ওঠেন। এরপর ফ্রান্স সীমান্তে যাওয়ার উদ্দেশে ট্রেনটি যখন একটি সুড়ঙ্গের ভেতর ঢোকে ঠিক তখন মর্মান্তিক এ ঘটনার সূত্রপাত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের চালক ছাদে এই যুবকের অবস্থান টের পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনি শেষপর্যন্ত ব্যর্থ হন।

উদ্ধারকারী দলের সদস্যরা মৃত কিশোরের পকেট থেকে একটি চিরকুট ও স্থানীয় থানায় হাজিরা দেয়ার নির্দেশ সম্বলিত একটি কাগজ খুঁজে পেয়েছেন। এতে তার বয়স ও পরিচয় উল্লেখ ছিল। তবে নিহত কিশোরের বিস্তারিত পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ আর কোনো তথ্য দেননি।

দুর্ঘটনাস্থল থেকে কিশোরটির মৃতদেহ উদ্ধারের সময় কয়েক ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ রাখা হয়। ভেন্তিমিগ্লিয়ার মেয়র গায়েতানো স্কুলিনো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এসময় তিনি রেলপথের উভয় পাশে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ফ্রান্সে প্রবেশ করতে গিয়ে জীবন হারিয়েছেন কমপক্ষে ২০ জন। গত মাসেও ট্রেনের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আলজেরিয় এক যুবক।

তথ্যসূত্র: আনসা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here