মালয়েশিয়ায় ভবন ধ্বসে বাংলাদেশি শ্রমিক নিহত

0
740
মালয়েশিয়া শ্রমিক-অভিবাসী

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের ফ্লোরা দামানসারা এলাকায় নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে ৩২ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মো. মনির হোসেন। তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানার পোড়াচক বাউশিয়া গ্রামে। তার পিতা আবদুল লতিফ বেপারী।

স্থানীয় সময় শনিবার (২১ আগস্ট) ফ্লোরা দামানসারার জালান পিজেইউ-৮ এর নিকটবর্তী একটি নির্মাণাধীন ভবনে ওই বাংলাদেশি মাটি খননের কাজ করছিলেন। এ সময় হঠাৎ কংক্রিটের দেওয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম টিভি৯, সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক নূর আজম খামিসের বরাত দিয়ে জানায়, সকাল ১১টা ৪৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ক্রেন ব্যবহারের মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৩২ বছর বয়সী পিষ্ট হওয়া বাংলাদেশির লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে ভবন নির্মাণে কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এছাড়া পুলিশ ও দমকল বাহিনীর পক্ষ থেকে এ দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here