সমুদ্রপথে বিপজ্জনকভাবে ছোটো নৌকায় চড়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে প্রায় দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস। তারা জানিয়েছে, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় এই বিপুলসংখ্যক অভিবাসীকে তারা উদ্ধার করে। তাদের মধ্যে ২০ শিশু ও ৪৪ জন নারীকে একটি নৌকার ভেতর থেকে উদ্ধার করা হয়।
এছাড়া ছোটো ছোটো আরো চারটি নৌকায় বাকি ১০২ জন অভিবাসী ছিলেন, যারা ভুমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের মূল ভূখন্ডে প্রবেশ করছিল। এদের সবাই পুরষ অভিবাসী।
চলতি বছরের জানুযারি থেকে আগস্ট সময়কালের তুলনামূলক বিশ্লেষণ করে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা বেড়েছে ৪৯ শতাংশ। মোট ২০ হাজার ৪৯১ অভিবাসী স্পেনে প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই দেশটিতে প্রবেশের জন্য সমুদ্রপথকে বেছে নিয়েছে।
এদিকে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম বলছে, চলতি বছর প্রায় ৫০০ অভিবাসী স্পেনে প্রবেশ করতে গিয়ে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। তবে স্থানীয় সাহায্যকারী সংস্থাগুলো বলছে এ সংখ্যা ঢের বেশি। কারণ ভুমধ্যসাগরে নৌকাডুবির সব ঘটনা সব সময় জানা সম্ভব নয়। একারণে নিখোঁজ মানুষদের বাস্তব সংখ্যাও ঠিকভাবে নির্ণয় করা কঠিন।
সূত্র: আল সাবাহ, ইউরো নিউজ