২০ হাজার আফগান শরণার্থীকে পুনর্বাসিত করবে যুক্তরাজ্য

0
929
আফগান শরণার্থী-তালেবান

কাবুলের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে চলে যাওয়ার পর আফগানিস্তানের শরণার্থী সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে শুরু করেছে। জীবন বাঁচানোর তাগিদে হন্নে হয়ে যে যেভাবে পারছে দেশটি ছেড়ে নিরাপদ কোথাও আশ্রয়ের চেষ্টা করছে। পশ্চিমা কয়েকটি দেশ ইতোমধ্যে আফগান শরণার্থীদের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এর অংশ হিসেবে ২০ হাজার আফগান শরণার্থীকে পুনর্বাসনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। নতুন একটি স্কিমের আওতায় আগামী কয়েক বছরে ধাপে ধাপে এসব শরণার্থীদের যুক্তরাজ্য পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।

জানা গেছে, পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম বছর পাঁচ হাজার শরণার্থীকে দেশটি পুনর্বাসিত করবে। যাদের মধ্যে নারী, শিশু ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন অগ্রাধিকার পাবে। এছাড়া নতুন এ পরিকল্পনার অগ্রাধিকারের তালিকায় রয়েছেন ইউরোপীয় ইউনিয়নে কর্মরত দোভাষী ও অন্যান্য কর্মী।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল অন্যান্য দেশসমুহকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডেইলি টেলিগ্রাফকে লিখেছেন ‘এ কাজ আমরা একা করতে পারবো না।’ যদিও বিরোধী দলগুলো সরকারের নতুন পদক্ষেপটি পর্যাপ্ত নয় বলে সমালোচনা করেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, যারা পশ্চিমা কোয়ালিশনকে দুই দশক ধরে সহায়তা করেছে তারাই এখন তালেবানদের ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।’ বরিস জনসন যোগ করেন, ‘আমি গর্বিত যে, যুক্তরাজ্য তাদের এবং তাদের পরিবারকে নিরাপদে এখানে বসবাস করতে সাহায্য করার জন্য একটি উপায় বের করতে সক্ষম হয়েছে। প্রত্যেক আফগানদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে, যার মাধ্যমে সমস্ত আফগান উপকৃত হবে।’

নতুন এই স্কিমটি মূলত সিরিয়ান শরণার্থী পুনর্বাসন পরিকল্পনাকে অনুসরণ করে সাজানো হয়েছে। যে পরিকল্পনার মাধ্যমে ২০ হাজার মানুষকে ২০১৪ সাল থেকে পুনর্বাসিত করা হয়েছিল। নির্যাতিত এবং নারী ও শিশুদের অগ্রাধিকার দেয়া হয়েছিল সেই স্কিমের আওতায়।

সূত্র: বিবিসি ও গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here