সৌদি আরবে ড্রোন হামলায় বাংলাদেশিসহ কমপক্ষে ১০ জন আহত

0
838
সৌদি আরবে ড্রোন হামলা
সৌদি আরবে ড্রোন হামলা

ইয়েমেন সীমান্ত থেকে চালানো ড্রোন হামলায় সৌদি আরবের কিং আবদুল্লাহ বিমানবন্দরে ৩ বাংলাদেশিসহ কমপক্ষে দশজন আহত হয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা এসপিএ-এর উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলছে, শুক্রবার রাতে এ হামলা চালানো হয়। এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে সৌদি কর্তৃপক্ষ এ ধরনের হামলার জন্য বরাবরই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করে আসছে।

এসপিএ জানায়, বিস্ফোরক-ভর্তি লাদেন নামক ড্রোন দিয়ে সংগঠিত এ হামলায় ছয় সৌদি নাগরিক, ৩ বাংলাদেশি ও এক সুদানি আহত হয়েছেন। হামলায় বিমানবন্দরের কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র সূত্রে জানা গেছে, প্রথম ড্রোন হামলায় বিমানবন্দরের জানালার কাঁচ ভেঙে যায় এবং বাংলাদেশিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন শঙ্কামুক্ত এবং বাকিদের অবস্থা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

দ্বিতীয় হামলাটি চালানো হয় শনিবার ভোরের দিকে। বলা হচ্ছে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে গত বুধবার আবহা বিমানবন্দরে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল। সে ঘটনায় চার শ্রমিক আহত হয়। এছাড়া ৩১ আগস্ট একই বিমানবন্দরে আরো একটি ড্রোন হামলা চালানো হয়েছিল। সে ঘটনায় ৮ জন আহত হওয়ার পাশাপাশি একটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here