বিদেশি শ্রমিকদের উপর প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে মালয়েশিয়া

0
420
বিদেশি শ্রমিক মালয়েশিয়া
বিদেশি শ্রমিক মালয়েশিয়া

কোভিড মহামারির কারণে দীর্ঘ ১৬ মাস বিরতি দিয়ে পুনরায় বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। এছাড়া ঈগলের দ্বীপ হিসেবে খ্যাত লাংকাউইতে নির্দিষ্ট সংখক পর্যটকও ঘুরতে আসতে পারবে বলে গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

পাম তেল ও রাবার গ্লাভস উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ যে খাতগুলি অভিবাসী শ্রমের ওপর নির্ভরশীল, সেসব খাতে বিদেশি শ্রমিকদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে সরকারের ‘মহামারি টাস্কফোর্স’ নামক এক চুক্তিতে উপনীত হয়েছে।

প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এক বিবৃতিতে বলেন-‘মানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক প্রবেশ, বিশেষ করে প্লান্টেশন খাতের চাহিদা মেটানোর বিষয়ে সরকার উত্থাপিত প্রস্তাবে একমত হয়েছে মহামারি ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ কমিটি।

গ্লাভস থেকে শুরু করে আইফোনের যন্ত্রাংশ-এসব সবকিছু উৎপাদনে মালয়েশিয়া প্রায় ২০ লাখ নথিভুক্ত অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল।

গত মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, প্লান্টেশন খাতে শ্রম সংকট নিরসনের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৩২ হাজার শ্রমিক ফিরিয়ে আনার ব্যাপারে দেশটি কাজ করছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদনকারী এই দেশটি মূলত শ্রমিক সংকটের কারণে তেল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া রাবার গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও চাহিদা মেটাতে বিদেশি শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের কাছে আবেদন জানিয়েছে।

এদিকে নভেম্বরের মাঝামাঝি থেকে নির্দিষ্ট সংখ্যক আন্তর্জাতিক পর্যটককে দেশটির ল্যাংকাউই দ্বীপে ছুটি কাটানোর অনুমতি দিতে যাচ্ছে দেশটির সরকার। এর মধ্য দিয়ে মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন, মালয়েশিয়া পূর্ণ ডোজ টিকাগ্রহণকারী পর্যটকদের ভ্রমণের অনুমতি দিবে। তার ভাষায় পর্যটকদের ভ্রমণের জন্য ব্যায়িত অর্থ দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে ভূমিকা রাখবে। তবে তিনি সতর্ক করে বলেছেন, মালয়েশিয়ায় ভ্রমণ করতে হলে পর্যটকদের অবশ্যই কোভিড-১৯ এর নেগেটিভ সনদ ও টিকা সনদ দেখাতে হবে। এছাড়া পর্যটকদের ৮০ হাজার ইউএস ডলার সমমানের ভ্রমণ বীমা থাকতে হবে।


সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here