দেবব্রত ঘোষ

যদি হয় চাকরি নিয়ে

যেতে বিদেশ

পাসপোর্ট কর নিজে,

মান সরকারি নির্দেশ

লাভ-ক্ষতির কর হিসাব,

নেও সৎ পরামর্শ

সঠিক সিদ্ধান্ত নেবে যদি

হও প্রাপ্ত বয়স্ক।

রেজিষ্ট্রেশন ফিংগার

দিয়ে কর শুরুটা

ডেমো’তে

কাজ ও ভাষার প্রশিক্ষণ

নাও টিটিসি-আইএমটি’তে

দক্ষ হয়ে সরাসরি যাও

তবে রিক্রুটিং এজেন্সি’তে

ফাঁদে না পড়িও যেন

দালালের ফ্রি ভিসাতে।

সঠিক ভিসা হাতে যদি

পড় আর্থিক বিপাকে

আগে-পরে ঋণ পাবে

প্রবাসী কল্যাণ ব্যাংকে

বিএমইটির স্মার্ট কার্ড

নিয়ে এজেন্সি পাঠাবে

এয়ারপোর্টে

বৃত্তি, ভাতা ও আর্থিক

অনুদান পাবে কল্যাণ বোর্ডে।

থাকাকালীন প্রবাসে যদি

আসে আপদ

এম্ব্যাসি পাশে রবে,

সহসায় করবে নিরাপদ

সরকারিভাবে একমাত্র

বোয়েসল কর্মী পাঠায়

আছে প্রবাসী মন্ত্রণালয়

ব্যস্ত সার্বিক

ব্যবস্থাপনায়।

দেবব্রত ঘোষ, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কুমিল্লা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here