আরব দেশগুলোয় করোনা সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে

0
904
সৌদি আরবে এ পর্যন্ত  মারা গেছে ৬ হাজার ১০০ জন, জর্ডানে নতুন ১ হাজার রোগী সনাক্ত, ফিলিস্তিনে এ ভাইরাসজনিত কারণে মারা গেছে ২১ জনের বেশি

নোভেল করোনা ভাইরাসের ছোবলে সৌদি আরব, জর্ডান ও ফিলিস্তিনে প্রাণহানি ও সংক্রমণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মৃত্যুর মিছিল বাড়লেও তারা এটি নিয়ন্ত্রণে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সৌদি আরব

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি নতুন করে আটজনের বেশি ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এসময় আরো ১৬৩ জন নতুন রোগী সনাক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাদের প্রতিবেদনে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার একশত ৭৬ জনে। যেখানে মোট সনাক্ত হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৬৬ জন রোগী। যদিও তাদের ভাষ্য, ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন রোগীর সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৪ জন।

জর্ডান

জর্ডানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০ জনেরও বেশি সংখ্যক মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সবমিলিয়ে দেশটিতে মোট ২ লাখ ৮৬ হাজার ৩৫৬ জন সংক্রমিত হয়েছে। এছাড়া ২ হাজার তিনশত ৩৯ জন সুস্থ হয়েছেন। দেশটিতে করোনা সংক্রমণে মৃত্যুর হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৮ জন মারা গেছেন। সবমিলিয়ে সেখানে মারা গেছেন মোট ৩ হাজার সাতশত ২৯ জন।

ফিলিস্তিন

লিখিত এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২১ জনের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া আরো ১ হাজার ৩০৬ জন সনাক্ত হয়েছেন।

ফিলিস্তিনের অধিভুক্ত অঞ্চলগুলোতে (পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম) প্রায় ৫০ লক্ষ মানুষ বসবাস করে। সবশেষ তথ্য অনুযায়ী সবমিলিয়ে এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ১ হাজার চারশত ৬ জন। অন্যদিকে মোট সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার পাঁচশত ৪০ জনে। আর সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ১২১ জন।

উল্লেখ্য যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, গত ডিসেম্বরে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে ১৯১ দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত সাড়ে ১৭ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।  আট কোটির বেশি মানুষ বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন প্রায় সাড়ে চারকোটির বেশি মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে সর্বাধিক সংখ্যক মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here