ইংলিশ চ্যানেলে নৌকাডুবি, ২৭ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

0
719
ইংলিশ চ্যানেলে নৌকাডুবি

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে যুক্তরাজ্যগামী অন্তত ২৭ অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। স্থানীয় সময় বুধবার ফ্রান্সের উত্তর উপকূল ক্যালাইসে ঘটনাটি ঘটে। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, যুক্তরাজ্য ও ফ্রান্স আলাদা হয়েছে সাগরের যে অংশে, সেখানে এ ধরনের দুর্ঘটনা এবং এত বিপুল প্রাণহানি এটাই প্রথম। ২০১৪ সাল থেকে এ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে শুরু করে সংস্থাটি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরা দারমানা স্কাই টেলিভিশনকে জানিয়েছেন, ‘মৃতের সংখ্যা এ পর্যন্ত ২৭ এ দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা কাজ করছে। আশাকরি আমরা সবাইকে উদ্ধার করতে পারবো।’

স্থানীয় জেলেদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার স্বাভাবিকের চেয়ে বেশি অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ফ্রান্সের উত্তর উপকূল থেকে নৌকাটি ছেড়েছিল।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ফরাসি উপকূলে কয়েকজন মানুষকে ভাসতে দেখার পর একটি মাছ ধরার নৌকা বিপদ সংকেত বাজায়। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

ফরাসি প্রশাসন প্রথমে ৩১ জনের মৃত্যুর খবর জানালেও পরে তথ্য সংশোধনীর মাধ্যমে সংখ্যাটি ২৭-এ নেমে আসে। মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী ও একজন কিশোরী। জীবিত উদ্ধার দুই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সাগর তুলনামূলক শান্ত থাকায় বুধবার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মানুষ ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে বিভিন্ন গন্তব্যে রওনা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এতে খুবই ‘আতঙ্কিত’ হয়ে পড়েছেন। এসময় তিনি বলেন, যুক্তরাজ্য মানব পাচারকারী চক্রকে থামাতে কোনো ধরনের ছাড় দেবেন না। তিনি এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই একটি বৈঠক করতে যাচ্ছেন বলেও জানা গেছে।

ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স নৌকাডুবির এ ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন। মারা যাওয়া অভিবাসন প্রত্যাশীরা মানব পাচারকারীদের শিকার হয়েছেন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here