ইতালির উপকূলে আটকে পড়া ২২ জনকে উদ্ধার, মৃত ১

0
708
ইতালি অভিবাসী উদ্ধার

সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

আফ্রিকা থেকে গত শনিবার নৌকায় চড়ে ইতালির উদ্দেশে যাত্রা শুরুর পর দুর্ঘটনার সম্মুখীন হলে ইতালিয় কোস্টগার্ড ২২ জনকে জীবিত উদ্ধার করেছে। সংবাদ মাধ্যম ডিপিএ নিশ্চিত করেছে যে, ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহও উদ্ধার করা হয়।

ইতালিয় উপকূলে নৌকায় অবস্থানরত একজন তিউনিশিয়ান গভীর রাতে ফোন কলের মাধ্যমে কোস্টগার্ডকে খবর পাঠায় এরপর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। দলটি বলেছে, লেভানজো আইল্যান্ডের কাছ থেকে কলটি আসে এবং এরপরই তারা দ্রুত দুটি উদ্ধারকারী হেলিকপ্টার ও দুটি টহল নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকারীরা ছয়জনকে সমুদ্রে ভাসমান অবস্থায় দেখতে পায়। এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। রাত থেকে সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়।

এ অভিযানে আরো ১৭ জনকে উদ্ধার করা হয়। নৌকাটিতে করে যেসব অভিবাসী ইতালির উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন তাদের সবাইকে উদ্ধার করা গেছে বলে দাবি উদ্ধারকারী দলের সদস্যদের।

আগস্টের ২০ তারিখ ইতালির সরকারের দেয়া তথ্য অনুসারে, সবমিলিয়ে চলতি বছরেই নৌকায় চড়ে ইতালিতে প্রবেশ করেছে এমন অভিবাসীর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। যা ২০২০ সালের চেয়েও প্রায় দ্বিগুণ। এর মধ্যে তিনটি দেশে থেকেই এসেছে ১৭ হাজার ১২১ জন। এক নম্বর অবস্থানে রয়েছে তিউনিসিয়া, দেশটি থেকে এসেছে ৯ হাজার ৪২৪ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছে ৪ হাজার ৮৩৮ জন। তৃতীয় অবস্থানে আছে মিশর। এ দেশ থেকে ইতালিতে ঢুকেছে ২ হাজার ৮৫৯ জন।

প্রতি বছর ভুমধ্যসাগরে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম এর ‘মিসিং মাইগ্রেন্টস প্রজেক্ট’ এর তথ্য মতে, চলতি বছরের জানুয়ারির ১ তারিখ থেকে অগাস্টের ২৩ তারিখ পর্যন্ত ১ হাজার ২১৪ জন অভিবাসী ভুমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

সূত্র: ইনফোমাইগ্রান্টস থেকে অনূদিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here