তরুণ অভিবাসন প্রত্যাশীদের সুখবর দিল স্পেন সরকার!

0
1278
তরুণ অভিবাসন প্রত্যাশীদের স্পেন
ছবি: ইউরো নিউজ


অভিভাবকহীন তরুণ অভিবাসন প্রত্যাশীদের বসবাস ও কাজের অনুমতির ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করলো স্পেন কর্তৃপক্ষ। সংশোধিত নতুন এ আইনে বলা হচ্ছে, তরুণ অভিবাসীরা এখন থেকে তিন মাস পরই প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাবে। এতদিন ধরে এসব কাগজপত্র পেতে নয় মাস সময় লাগত।

অবশ্য নতুন এই আইনটিতে একটি শর্ত জুড়ে দিয়ে বলা হয়েছে, স্পেনে বসবাস ও কাজের অনুমতিপত্র পেতে হলে অভিভাবকহীন শিশুদের প্রমাণ করতে হবে যে, তারা মাসিক ভিত্তিতে সোস্যাল সিকিউরিটি সাপোর্ট প্রোগ্রাম থেকে ৪৭০ ইউরো গ্রহণ করছে। এর আগে আবাসিক অনুমতি বহাল রাখতে হলে তাদেরকে অনেক বেশি রোজগার দেখানোর বাধ্যবাধকতা ছিল।

গত মঙ্গলবার নতুন এই সংশোধনী প্রকাশ হওয়ার ফলে প্রায় ১৫ হাজার অভিবাসন প্রত্যাশী সরাসরি উপকৃত হবে বলে আশা করছে স্পেন সরকার। তাদের ভাষ্য, এতদিন ধরে যারা বিচ্ছিন্ন ছিল, তাদের একত্রীকরণের লক্ষ্যে এই সংশোধনী আনা হয়েছে। অভিবাসন বিষয়ক আইনের সংশোধন আনার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সরকারের প্রশংসা করছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা থেকে সাগরপথ পাড়ি দিয়ে ব্যাপক সংখ্যক অভিবাসী স্পেনে প্রবেশ করেছে। এই অভিবাসন প্রত্যাশীদের সামলাতে ও মূল-স্রোতধারার সঙ্গে তাদেরকে মানিয়ে নিতে স্পেন সরকারকে বেগ পোহাতে হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর ৩০ হাজারের বেশি অভিবাসী স্পেনে প্রবেশ করেছে। যা গত বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।


সূত্র: ইউরোনিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here