স্পেনের উদ্ধারকারী দল ওপেন আর্মস ভূমধ্যসাগর থেকে প্রায় ১৭০ জন মানুষকে উদ্ধার করেছে। এদের মধ্যে কিছু শিশুও রয়েছে। উদ্ধার হওয়া এসব মানুষদের নিয়ে একটি ছোটো নৌকা লিবিয়ার উপকূল থেকে ছেড়ে এসেছিল।
ওপেন আর্মস এর একজন মুখপাত্র গতকাল এক বিবৃতির মাধ্যমে জানান, স্পেনের উদ্ধারকারী দল ওপেন আর্মস ১৬৯ জন মানুষকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের তালিকায় রয়েছে ছয়টি শিশু। গত বৃহস্পতিবার রাত অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটে এই ছয় শিশুসহ সবাইকে প্রায় মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়।
কাঠের একটি নৌকায় এসব মানুষকে গাদাগাদি করে ওঠানো হয়েছিল। অবশ্য নৌকায় থাকা সব যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন এই মুখপাত্র। তিনি জানিয়েছেন উদ্ধার হওয়া সবাইকে ওপেন আর্মস–এর টাগবোটে করে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
স্বেচ্ছাসেবকদের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ছোটো নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ নেয়া হয়েছিল, যাদের বেশিরভাগই ইরিত্রিয়া থেকে এসেছিল। এই অভিবাসনপ্রত্যাশীরা এমন সময় ভূমধ্যসাগর থেকে উদ্ধার হলো যখন কিনা নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত সারা পৃথিবীর মানুষ। ওপেন আর্মস এর মুখপাত্র বিষয়টি নিয়ে বলছেন, ‘আপনি যখন সহিংসতার হাত থেকে বাঁচতে পালাচ্ছেন তখন ক্রিসমাস অথবা নতুন বছর বলে কিছু থাকার কথা নয়।’ওপেন আর্মস, ভূমধ্যসাগরে কার্যক্রম পরিচালনাকারী অন্যতম উদ্ধারকারী একটি দল। ২০২১ সালকে বরণ করে নেয়ার প্রাক্কালে স্পেন থেকে নতুন মিশন নিয়ে মধ্য ভূমধ্যসাগরে অভিযানে নেমেছিল দলটি। আর এতেই তাদের হাতে উদ্ধার হয় এসব মানুষ।