অস্ত্র বিক্রি, লুটপাট ও চুরির মতো কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গত শনিবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে এ তিন বাংলাদেশিকে আটকের ব্যাপারটি নিশ্চিত করা হয়।
গত শুক্রবার আনুমানিক রাত আড়াইটার দিকে পুলিশের বিশেষ শাখার একটি দল ঝাঁসিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে এখানে বসবাস করে আসছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উপযুক্ত নথি ছাড়া উত্তর প্রদেশে অবস্থানের জন্য তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিবৃতিতে পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শুক্রবার ঝাঁসি পৌঁছায়। এরপর ঝাঁসির গোয়ালিয়র সড়ক সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় দুটি অবৈধ পিস্তল ও কিছু গোলাবারুদ জব্দ করা হয়েছে। আটককৃতদের বাড়ি খুলনার বাগেরহাটে।
অভিযুক্তরা ভাঙারি ব্যবসায়ী হিসেবে কাজ করলেও আড়ালে অস্ত্র বিক্রি, লুটপাট ও চুরির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে। আটককৃতদের একজন পুলিশের কাছে স্বীকারোক্তিতে বলেছে, তার বাবা-মা দুজনই অতীতে ‘অবৈধ’ভাবে ভারতে বসবাস করতো। যদিও তারা বর্তমানে বাংলাদেশে চলে এসেছে। আটককৃত এ ব্যক্তি আরো জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে এর আগেও তিনি প্রবেশ ও অবস্থান করেছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আটককৃত ব্যক্তিরা দিনের বেলায় ভাঙারি ব্যবসা করলেও মূলত আড়ালে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করতো। এছাড়া রাতে তারা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে লুটপাট করতো। পুলিশ আরো জানিয়েছে, এই তিন ব্যক্তি উত্তর প্রদেশ ছাড়াও মধ্য প্রদেশের সাটনা ও মুম্বাইয়ে অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল।
এরই মধ্যে ঝাঁসিতে স্থানীয় পুলিশ কর্তৃক একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এর ভিত্তিতে আইনি প্রক্রিয়া মেনে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: পিটিআই ও দ্য প্রিন্ট