মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে তিন সুপারিশ

0
891
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ

মালয়েশিয়ার সাবেক মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়কে তিনটি বিষয়ে মনোনিবেশ করার সুপারিশ করেছেন। জোরপূর্বক শ্রম, কম মজুরি প্রদান এবং আটককৃত শ্রমিকদের বিষয়টি বিবেচনার পরামর্শ দেন তিনি।

দেশটির বর্তমান মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান গত শুক্রবার ঘোষণা করেন যে, মালয়েশিয়া সরকার প্রতিটি অর্থনৈতিক খাতে বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মত হয়েছে।

তার ঘোষণার পরিপ্রেক্ষিতে সাবেক এই মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান এমন পরামর্শ দেন। বর্তমানে ইপোহ বারাতের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এম কুলা । তিনি বলেন, ‘অভিবাসী শ্রমিকরা জোরপূর্বক শ্রম সম্পর্কে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ডের অধীনে কীভাবে তাদের অধিকার সুরক্ষিত করা উচিত, সে বিষয়ে তেমন কিছুই জানেন না।’

এম কুলা জোর দিয়ে বলেন, ‘মালয়েশিয়ায় আনার আগে তাদেরকে সম্ভাব্য শ্রম শোষণ সম্পর্কে শিক্ষিত করতে হবে। যাতে তারা কর্মক্ষেত্রে কাজের মান এবং বাধ্যতামূলক শ্রমের সম্মুখীন হলেই প্রতিবাদ করতে সক্ষম হয়।’

তবে, অভিবাসী শ্রমিকদের উপর মালয়েশিয়ান সরকারের অতি নির্ভরতার সমালোচনা করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, অভিবাসী শ্রমিকদের আগমনে অবশ্যই মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মজুরি কমে যাবে।

‘সুতরাং, মালয়েশিয়ার শ্রমশক্তিতে ৩৫ ভাগ উচ্চ-দক্ষ কর্মী অর্জনের লক্ষ্যমাত্রাটি ‘শেয়ারড প্রসপ্রিটি’ প্রোগ্রামের কারণে কেবল স্বপ্নই থেকে যাবে।’

‘এটি শেষ পর্যন্ত, মালয়েশিয়াকে উচ্চ আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যকে স্তিমিত করে দেবে। এটি প্রকৃত মজুরি হ্রাস করবে এবং নিয়োগকর্তা ও বিনিয়োগকারীরা শ্রম-নিবিড় শিল্প এবং কম খরচে ব্যবসার দিকে মনোনিবেশ করবে।’

‘আমরা মালয়েশিয়ার কর্মীদের মধ্যে দারিদ্র্যের বর্ধিত হারও দেখতে পাব’- এমন মন্তব্যও করেন তিনি।

বর্তমান মালয়েশিয়ান প্রশাসনের অধীনে ন্যূনতম মজুরির হার কীভাবে স্থবির হয়ে পড়েছে, সে বিষয়টিও এম কুলা তুলে ধরেছেন। মালয়েশিয়া সরকারকে অভিবাসী শ্রমিকদের উপর দেশটির অত্যধিক নির্ভরতা পর্যায়ক্রমে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

আটক প্রাক্তন অভিবাসীদের ইস্যুতে এম কুলা প্রশ্ন তুলেছেন যে, ‘মালয়েশিয়া সরকার কেন আরও বাংলাদেশি কর্মী আনার জন্য এগিয়ে গেল, যখন দেশটিতে ইমিগ্রেশন এবং পুলিশের কাছে আটকে থাকা হাজার হাজার কর্মীদের পুনরায় নিয়োগ করা যেত।’

এম কুলা, শুধুমাত্র বাংলাদেশ থেকে অভিবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া সরকারের এমন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন। থাইল্যান্ড, ভারত, নেপাল এবং ফিলিপাইনের মতো অন্যান্য দেশগুলিকেও বিবেচনা করা উচিত বলেও মনে করছেন তিনি।

সূত্র:ফ্রি মালয়েশিয়া টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here