বৃহস্পতিবার, 21 নভেম্বর, 2024

অভিবাসীদের চাপ সামলাতে ইতালির পাশে জার্মানি

ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশসমূহের মধ্যকার পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ হিসেবে ইতালি থেকে অভিবাসী নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এমন পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, চলতি মাস থেকেই ইতালির অভিবাসী বন্টন করে নেয়ার প্রক্রিয়া বাস্তবায়ন শুরু করবে জার্মানি।

সেনজেনভিসাইনফো ডটকম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনকে দিন ইতালিতে যেভাবে অভিবাসীদের আগমন বেড়ে চলেছে, তা সামাল দেয়া দেশটির একার পক্ষে সম্ভব নয়। উদ্ভূত এই পরিস্থিতি মোকাবিলায় ইতালির সরকারকে সহযোগিতা করতেই দেশটি থেকে অভিবাসী গ্রহণের এই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, উভয়পক্ষ এ সম্পর্কিত আলোচনা চালিয়ে যাচ্ছে। নতুন করে আরো কোনো সিদ্ধান্ত এলে তা দ্রুততার সঙ্গে প্রকাশ করা হবে।

সংবাদ মাধ্যম ইনফো মাইগ্রেন্টস এর তথ্যানুসারে, ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশসমূহের মধ্যে নতুন করে শুরু হওয়া ঐক্য ও সৌহার্দ্য প্রকাশে এটিই হতে যাচ্ছে প্রথম কোনো পদক্ষেপ। মূলত গত বছরের জুনে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহ ঐক্যমতে পৌঁছায় যে, নিজেদের সীমানার মধ্যে কোনো দেশে যদি অভিবাসীদের বাড়তি চাপ তৈরী হয়, তাহলে অন্য সদস্য রাষ্ট্র আনুপাতিক হারে অভিবাসী গ্রহণ করবে।

আরো পড়ুন: জার্মানিতে প্রতি চারজনের একজনের ‘অভিবাসনের ইতিহাস’ রয়েছে

এরই মধ্যে দক্ষিণের দেশসমূহ থেকে অভিবাসী গ্রহণ করে ওই ঐক্যমতকে সুদৃঢ় করেছে ১৩ টি দেশ। এই দেশসমূহ জানিয়েছে, তাদের দেশে স্বাভাবিক জীবনের সঙ্গে অভিবাসীদের মানিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। এর বাইরে যে দেশগুলো অভিবাসী গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছে, তারা অভিবাসী গ্রহণকৃত দেশসমূহকে আর্থিকভাবে সহযোগিতা করবে বলেও নিশ্চিত করেছে।

ইনফো মাইগ্রেন্টস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে উচ্চহারে অভিবাসন প্রত্যাশী ইতালিতে প্রবেশ করেছে, যা সামাল দেয়া দেশটির একার পক্ষে কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকার ইউরোপীয় ইউনিয়নভূক্ত রাষ্ট্রসমূহের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আবেদন করে। ইতালি থেকে অভিবাসী গ্রহণের ক্ষেত্রে জার্মানির নতুন এই সিদ্ধান্তকে সেই আবেদনেরই যৌক্তিক ও ইতিবাচক সাড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরো পড়ুন: অভিবাসন প্রত্যাশীদের কাছে এখনও পছন্দের শীর্ষে জার্মানি

একই সূত্র আরো জানিয়েছে, ইতালি ছাড়াও ভূমধ্যসাগরীয় চার দেশ- গ্রিস, সাইপ্রাস, মাল্টা ও স্পেন তাদের কাছ থেকেও অভিবাসী গ্রহণের জন্য আবেদন জানিয়েছে।
এর আগে সেনজেনভিসাইনফো ডটকম জানিয়েছিলো, চলতি বছরের প্রথমার্ধে অনিয়মিত উপায়ে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশসমূহে এক লাখ ১৪ হাজার ৭০০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে। অন্যদিকে ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি (ফ্রন্টেক্স) বলেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে অনিয়মিত উপায়ে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশসমূহে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

সূত্র: সেনজেনভিসাইনফো ডটকম

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
96SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা