তুরস্ক থেকে আসা বাংলাদেশিসহ কয়েক ডজন অভিবাসন প্রত্যাশীকে একটি মাছ ধরা নৌকা থেকে আটক করেছে রোমানিয়ার উপকূলরক্ষী বাহিনী। নৌকাটিতে ৫০ জনেরও বেশি মানুষ ছিল।
অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি বৃহস্পতিবার কৃষ্ণ সাগরের রোমানিয়ার আঞ্চলিক নৌ সীমানার মধ্যে ছিল বলে রোমানিয়ার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আটককৃতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি আছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নৌকাটি আটকের সময় এটি নিকটতম শহর থেকে ছয় নটিক্যাল মাইল দূরে ছিল। নৌকাটি কনস্টান্টা বন্দরে আনার পর সেখানে সীমান্ত পুলিশ অভিবাসন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে। রোমানিয়ান কর্তৃপক্ষ এখনো অভিবাসন প্রত্যাশীদের নাগরিকত্ব ঘোষণা করেনি।
এদিকে হাঙ্গেরির সঙ্গে রোমানিয়ার পশ্চিম সীমান্তে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশের ৫৮ জন অভিবাসন প্রত্যাশীর সন্ধান মিলেছে। তারা শেনজেন অঞ্চলের দেশগুলিতে পণ্য পরিবহনকারী চারটি ট্রাকে লুকিয়ে অনিয়মিত উপায়ে রোমানিয়া থেকে পালানোর চেষ্টা করছিল।
রোমানিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে, এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, মিশর, ইরাক, সিরিয়া ও তুরস্কের নাগরিক রয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্য বাংলাদেশিসহ অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি জনপ্রিয় ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে রোমানিয়া।
সূত্র: ইউরোনিউজ