বৃহস্পতিবার, 21 নভেম্বর, 2024

অভিবাসীদের কাছে গন্তব্য দেশের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক অভিবাসীদের কাছে বরাবরই অন্যতম পছন্দের গন্তব্য দেশ হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্র। এবারও দেশটি সেই ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে। অভিবাসীদের কাছে বিশ্বের প্রধান ও এক নম্বর গন্তব্য দেশ হিসেবে আবারও উঠে আসলো যুক্তরাষ্ট্রের নাম। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) কর্তৃক চলতি বছর প্রকাশিত ‘ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট’-এ এমন তথ্যই প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনটি বলছে, ১৯৭০ সাল থেকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অভিবাসীদের কাছে প্রধান হিসেবে বিবেচিত হয়ে আসছে। এরপর থেকে দেশটিতে বসবাসরত বিদেশি বংশোদ্ভ’ত মানুষের সংখ্যা ১৯৭০ সালে ১২ মিলিয়নেরও কম থেকে চারগুণ বেড়ে ২০১৯ সালে ৫০ দশমিক ছয় মিলিয়নের কাছাকাছি পৌঁছেছে।

আইওএম এর প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পর তালিকার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে জার্মানি। এ দেশটিও ক্রমাগতভাবে আন্তর্জাতিক অভিবাসন প্রত্যাশীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। ২০০০ সালে যেখানে আট দশমিক নয় মিলিয়ন অভিবাসী ছিলো, তা বেড়ে ২০২০ সালে এসে দাঁড়িয়েছিলো ১৬ মিলিয়নে।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। এরপর যথাক্রমে রাশিয়া চতুর্থ, যুক্তরাজ্য পঞ্চম, ফ্রান্স ষষ্ঠ, সংযুক্ত আরব আমিরাত নবম ও কানাডা রয়েছে দশম স্থানে রয়েছে।

আরো পড়ুন: টানা তৃতীয়বার প্রবাসীদের পছন্দের শীর্ষ দেশ সুইজারল্যান্ড

‘ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্টে ২০২২ এর তথ্যমতে, বৈশ্বিকভাবে ব্যবসায়-বিনিয়োগে সৌদি আরব ব্যাপকভাবে তার সক্ষমতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। এর ফলে দেশটি ১৩ দশমিক পাঁচ মিলিয়ন প্রবাসীকে প্রত্যাশিত কাজ দিতে পেরেছে। এছাড়া ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা দ্বিগুণেরও বেশি করার পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সূত্র: আইওএম, সৌদি গেজেট

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
96SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা