অভিবাসী দিবসে কনসার্ট ফর মাইগ্রেন্টস

0
934

‘কনসার্ট ফর মাইগ্রেন্ট ‘ আয়োজনের মূল উদ্দেশ্য গান ও তথ্যের মাধ্যমে অভিবাসনসংক্রান্ত তথ্য ও বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেয়াআন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উপলক্ষ্যে আজ বাংলাদেশ সময় রাত ১১ টায় সব অভিবাসী, অভিবাসন প্রত্যাশী, অভিবাসীদের পরিবার এবং কমিউনিটির জন্য অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট ফর মাইগ্রেন্টস।

অনুষ্ঠানটি দেখা যাবে আইওএম বাংলাদেশ-এর ফেসবুক পেইজ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির পর্দায়। মূলত করোনা মহামারির কারণে এ বছরের কনসার্টটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। অনলাইন প্লাটফর্মে এবং টেলিভিশন পর্দায় কনসার্টটি আয়োজন করা হয়েছে, যাতে করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই যে কেউ অনুষ্ঠানটি উপভোগ করতে পারে।একই সঙ্গে বিনোদন ও তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন, পুনরেকত্রীকরণ ও অভিবাসন সুশাসন সম্পর্কে অভিবাসী, সম্ভাব্য অভিবাসী ও তাদের পরিবারকে সচেতন করা।

এই কনসার্টে ফোক এবং আধুনিক গান নিয়ে থাকবেন পরিচিত সংগীতশিল্পীরা। গানের পাশাপাশি সঙ্গীতশিল্পী এবং অংশগ্রহণকারী অন্যান্য অংশীদারগণ নিরাপদ, বিধিসম্মত এবং নিয়মিত অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিতে তথ্যনির্ভর অভিবাসন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরবেন। এছাড়াও অভিবাসনের চালকশক্তি এবং নারী নেতৃত্বাধীনসহ সব পরিবারে তার সামাজিক ব্যয় চিহ্নিত করা হবে অন্যান্য বিষয়ের মাধ্যমে। এ বছর আন্তর্জাতিক অভিবাসী দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য “রিইমাজেনিং হিউমান মোবিলিটি”। এছাড়া বাংলাদেশে দিবসটির জাতীয় প্রতিপাদ্য- মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। অনুষ্ঠানটির সঙ্গে যুক্তদের বক্তব্য হলো, আমাদের জীবনে কোভিড-১৯ এর প্রভাব কাটিয়ে আমরা কীভাবে একসঙ্গে এগিযয়ে যাব, কীভাবে আরও সুন্দর ও শক্তিশালী জীবন গড়তে পারি তা বিবেচনা করার জন্য আমরা শ্রোতাদের আমন্ত্রণ জানাই।কনসার্টটি আয়োজন করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্রত্যাশা প্রকল্পের আওতায়। পরিকল্পিত ও সুপরিচালিত নীতিমালার মাধ্যমে নিরাপদ, বিধিসম্মত এবং এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতে টেকসই উন্নয়ন লক্ষ্য ১০.৭ অর্জনে সরকারকে সহায়তা করছে প্রকল্পটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here