আগামী ৬ জানুয়ারি, ২০২৩ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ৬০ বছর পূর্তি উৎসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ খুলনায় অবস্থিত লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনে আয়োজিত লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় ৬০ বছর পূর্তি উৎসবের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন কমিটির সহ সভাপতি এম. নাজমুল আজম ডেভিড।
কার্যনির্বাহী কমিটির এ সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এস. এম. হাফিজুর রহমান লিপু (সহ সভাপতি), ইসরাত আরা হীরা (সাধারণ সম্পাদক), মো: সাজ্জাদ হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), মো: মাছুম বিল্লাহ (সাংগঠনিক সম্পাদক) ও রুবেল পারভেজ (সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক) প্রমুখ।
সভায় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ৬০ বছর পূর্তিকে সামনে রেখে এখন থেকে ডিজিটাল প্লাটফর্মগুলোতে প্রচারণ-প্রচারণা শুরু এবং সাবেক শিক্ষার্থীদের সঙ্গে ব্যাচভিত্তিক আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া এদিন কার্যনির্বাহী কমিটির সভায় অ্যাসোসিয়েশনের ফরম পূরণ ও বাৎসরিক চাঁদা পরিশোধ, সংস্থার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও পরিচালনা, সংস্থার প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য ফাইল ও কেবিনেট ক্রয় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি