শুক্রবার, 4 এপ্রিল, 2025

আন্তর্জাতিক পরিবার রেমিট্যান্স দিবস আজ

আজ আন্তর্জাতিক পরিবার রেমিট্যান্স দিবস। প্রতি বছরের ১৬ জুন পালিত হয় দিবসটি। পরিবারের সুখ ও নিজ দেশের টেকসই উন্নয়নের জন্য অভিবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দিবসটি পালন করা হয়। সরকারী ও বেসরকারী খাতগুলির পাশাপাশি নাগরিক সমাজকে একসঙ্গে করা এবং পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে উন্নয়নশীল বিশ্বে রেমিট্যান্সের অর্থের প্রভাব সর্বাধিকতর করাও এর উদ্দেশ্য।

আইএফআইডি-এর ২০১৫ সালের ৩৮ তম অধিবেশনে সংস্থাটির পরিচালনা পর্ষদের ১৭৬ টি সদস্য দেশের সর্বসম্মতিক্রমে দিবসটি ঘোষণা করা হয়েছিল, যা জাতিসংঘের সাধারণ সভার রেজুলেশনের এ/আরইএস/৭১/২৩৭ এ অন্তর্ভুক্ত হয়।

আন্তর্জাতিক পরিবার রেমিটেন্স দিবসটির উদ্দেশ্য শুধু বিশ্বজুড়ে অভিবাসী কর্মীদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়া নয়। এর পাশাপাশি বর্তমান বিশ্বে তাদের কাজের অংশীদারিত্বকে আরো জোরদার করা এবং বিশ্বের উন্নয়নে অভিবাসী শ্রমিকদের রেমিট্যান্সের প্রভাব প্রচার করাও সংস্থাটির উদ্দেশ্য।

২০১৫ সালের ১৬ জুন মিলানে অনুষ্ঠিত রেমিট্যান্স এবং উন্নয়ন সম্পর্কিত পঞ্চম গ্লোবাল ফোরামের উদ্বোধনকালে ৪শ’রও বেশি নীতিনির্ধারক, বেসরকারী খাতের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতারা প্রথমবার আন্তর্জাতিক পরিবার রেমিট্যান্স দিবস উদযাপন করেছিলেন।

২০১৬ সালে ৮০টিরও বেশি অর্থ স্থানান্তর অপারেটর আইডিএফআরকে সমর্থন করেছে এবং পরিবারের রেমিটেন্স আরো বেশি মাত্রায় গণনা নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৭ সালে দিবসটি আইএএমটিএন-এর মাধ্যমে ১০০ টিরও বেশি অর্থ স্থানান্তর অপারেটর (এমটিও), জিএসএমএ (ভোডাফোন সহ) এর মাধ্যমে ৮০০ মোবাইল সংস্থা, ডব্লিউএসবিআইয়ের মাধ্যমে ৮০ টি দেশের ৬ হাজার সঞ্চয়ী ব্যাংকের এবং শতাধিক উদীয়মান পরিশোধ সত্তার বেসরকারী খাত থেকে অভূতপূর্ব সমর্থন পেয়েছে ইপিএ-এর মাধ্যমে। এই দিবসটি গ্লোবাল মাইগ্রেশন গ্রুপের (জিএমজি) ২২ টি ইউএন সংস্থা, এককভাবে আইওএম এবং বিভিন্ন সদস্য রাষ্ট্র দ্বারা সমর্থিত।

রেমিট্যান্স বিশ্বব্যাপী ১ বিলিয়ন মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে, এই রেমিট্যান্সের অর্থ ২০০ মিলিয়নের বেশি অভিবাসীদের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে প্রেরিত হয়।

এটা শুধু বাড়িতে টাকা পাঠানোর বিষয় নয়, এটা মানুষের জীবনকে ব্যাপক প্রভাবিতও করে। অভিবাসীদের পাঠানো অর্থ তাদের পরিবারের আয়ের প্রায় ৬০ শতাংশ এবং এটা তাদের জীবন ও সমাজে অনেক পার্থক্য আনে। 

দিবসটির মূল উদ্দেশ্য হলো পরিবারের উন্নতির জন্য অভিবাসী শ্রমিকরা যে আর্থিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তা তুলে ধরা এবং তাদের নিজ নিজ দেশের টেকসই উন্নয়নে রেমিট্যান্সের অবদান উপস্থাপন ও নিশ্চিত করা।

অন্যদিকে, উন্নয়নশীল দেশগুলির উন্নতিতে এই তহবিলের প্রভাব বাড়ানোর জন্য বিভিন্ন সরকারী ও বেসরকারী খাতের পাশাপাশি সাধারণভাবে সমাজকে একত্রে কাজ করার জন্য এবং একে অপরকে সহযোগিতা করার জন্য উৎসাহিত করা হচ্ছে।  

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
96SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা