বাংলাদেশ স্কাউটস, খুলনা রেলওয়ে জেলার প্রশিক্ষণ ভবণে বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের সহযোগিতায় দিনব্যাপী ৫৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়েছে। গতকাল সকাল নয়টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন কোর্স এর কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ স্কাউটস খুলনা রেলওয়ে জেলার (এল টি) মোঃ আমিরুল ইসলাম কোর্স পরিচালকের দায়িত্বে ছিলেন। প্রশিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম (এএলটি), খুলনা রেলওয়ে জেলা স্কাউটস এর সম্পাদক বেনজীর আহমেদ, উড-ব্যাজার মোঃ গোলাম মোস্তফা ও শিরিন আক্তার।
স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (যশোর) ওয়ালিউর হক, সুন্দরবন রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ খুলনা।
বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীসহ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ ও রোভারসহ ৫০ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উক্ত ওরিয়েন্টেশন কোর্সে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (স্পেশাল ইভেন্ট) ফজলুল বারী, বাংলাদেশ স্কাউটস খুলনা রেলওয়ে জেলার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাছুম বিল্লাহ, সুন্দরবন রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ এর সম্পাদক এস,এম,জি নেওয়াজ।