‘শুনতে কি পাও!’খ্যাত নির্মাতা কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন…’কে এবার আমন্ত্রণ জানালো নিউ ইয়র্কের বিখ্যাত মিডিয়া মিউজিয়াম ‘মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ’ বা মমি।
প্রতি বছর ‘মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ’ (মমি) ‘ফার্স্ট লুক’ নামে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করে, যেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়, সেইসব নিরীক্ষাধর্মী ফিকশন, নন-ফিকশন, ডকুমেন্টারি, হাইব্রিড বা শর্ট ছবিকে, যারা সিনেমার পরিচিত শৈল্পিক ফর্মকে বদলে দিতে চায়।
নিউ ইয়র্কের শিল্পবোদ্ধাদের নতুন ধাঁচের সিনেমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই উৎসবটির উদ্দেশ্য। আর এবার সেই আয়োজনে বিশ্বের ৩০টি দেশের ৩৮টি ছবির মধ্যে আমন্ত্রিত হয়েছে সারা আফরিন প্রযোজিত ও কামার আহমাদ সাইমন পরিচালিত ‘অন্যদিন…’।

আগামী ১৬-২০ মার্চ নিউ ইয়র্কের মমিতে বসবে ফার্স্ট লুকের এই আসর, যার উদ্বোধন হবে মার্টিন স্করসিসের নির্বাহী প্রযোজনায় নির্মিত ও ২০২১ সালে কানে ক্যামেরা দ্য’র বিজয়ী ক্রোয়েশিয় ছবি ‘মুরিনা’ দিয়ে। উৎসবের শেষ হচ্ছে লোকার্নো চলচ্চিত্র উৎসবে গ্রাপ্রি বিজয়ী পোলিশ ছবি ‘ব্যালকনি’ দিয়ে।
কামার আহমাদ সাইমনের জলত্রয়ীর (ওয়াটার ট্রিলজির) দ্বিতীয় ছবি ‘অন্যদিন…’। জলত্রয়ীর প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ আন্তর্জাতিক উৎসব অঙ্গনে বাংলাদেশের একটি আলোচিত ছবি। ছবিটি কামারকে এনে দিয়েছে প্যারিসে গ্রাঁ প্রি, মুম্বাইয়ে স্বর্ণশঙ্খ, শ্রেষ্ঠ সিনেমাটাগ্রাফিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মাননা ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।
জলত্রয়ীর দ্বিতীয় ছবি এই ‘অন্যদিন…’ এর স্ক্রিপ্টের জন্য ২০১৬ সালে বিশ্ব চলচ্চিত্র মঞ্চ পিয়াৎজা গ্রান্দার রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা পেয়েছিলেন কামার। সেইসঙ্গে লোকার্নোর ওপেন ডোর্সের শ্রেষ্ঠ পুরষ্কার এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ।
উল্লেখ্য, গত নভেম্বরে বিশ্বের অন্যতম লিড ফেস্টিভ্যাল আমস্টারডামের ইডফা’র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিলো ‘অন্যদিন…’। সেখানে ‘তুসান্সকি’ থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিলো ‘অন্যদিন…’এর।
ইডফা’য় অল্প যে কয়েকজন নির্মাতার কাজ নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে আমস্টারডামে এসেছিলেন মমি’র কিউরেটর এবং চলচ্চিত্র সমালোচক এরিক হাইন্স, তার মধ্যে ছিলো কামারের ‘অন্যদিন…’।