গত গ্রীস্ম থেকে শুরু করে বুধবার বিকাল পর্যন্ত এ নিয়ে পোলান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা দাড়ালো ৮ জনে। বেলারুশ সীমান্তলাগোয়া নদী বাগ থেকে গত বুধবারও উনিশ বছর বয়সী এক সিরিয়ান যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পোল্যান্ডের ডুবুরিরা ।
পোল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপির কাছে প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানিয়েছেন যে, নদী থেকে উদ্ধারকৃত মৃতদেহের পাশে কিছু নথি পাওয়া গেছে। যা বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে মৃতদেহটি উনিশ বছর বয়সী এক সিরিয়ান যুবকের। গত মঙ্গলবার সকালে নদী পার হওয়ার সময় নিখোঁজ হয়েছিল এই তরুণ।
এরই মধ্যে পোলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিষয়টি তদন্ত করার পদক্ষেপ নিয়েছে। পোলিশ সীমান্ত রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তারা আরো একজন সিরিয়ান নাগরিককে জীবিত উদ্ধার করেছে। যিনি স্বীকারোক্তি দিয়েছেন, আরো একজন অভিবাসন প্রত্যাশীকে বেলারুশ পুলিশ জোরপূর্বক নদীতে নামিয়ে পোলিশ সীমান্তের দিকে পাঠিয়েছিল।
আরো পড়ুন
- পোল্যান্ডে অভিবাসীদের ঠেকাতে জরুরি অবস্থা জারির পরিকল্পনা
- যুক্তরাষ্ট্রের কারাগারে ছয় অভিবাসী শিশুর মৃত্যু হয়েছিল যেভাবে
- শরণার্থী ইস্যু : এখনো ইঁদুর-বিড়াল খেলায় মত্ত লিথুয়ানিয়া-বেলারুশ
এদিকে গার্ডিয়ান এর তথ্যমতে, গত সপ্তাহে হেলিকপ্টার থেকে ২৪ বছর বয়সী এক সিরিয়ান নাগরিকের মৃতদেহ মাঠে ফেলে দেয়া হয়। সেপ্টেম্বরের শেষের দিকে সীমান্তের কাছে চার ইরাকির মরদেহ পাওয়া যায়। এর কিছুদিন পর, ইরাকিদের আরেকটি দলকে আটক করা হয়। যাদের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রায় একই সময় ১৬ বছর বয়সী এক কিশোর তার পরিবারের সঙ্গে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টারত অবস্থায় মারা যান।
বেলারুশ থেকে সীমান্ত পাড়ি দিয়ে অনিবন্ধিত অভিবাসনপ্রত্যাশীদের চাপ ক্রমশ বেড়ে চলেছে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়ার দিকে। দীর্ঘ সময় ধরে প্রচণ্ড শীতের মধ্যে রাতের বেলায় ঝুঁকি নিয়ে যাতায়াতের কারণে অভিবাসন প্রত্যাশীদের অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুর মুখে পড়ছেন।
এদিকে পরিস্থিতি সামাল দিতে যৌথভাবে উভয়পক্ষের সীমানা কড়া নজরদারির আওতায় আনার লক্ষ্যে জার্মানি গত বুধবার পোল্যান্ডকে প্রস্তাব দিয়েছে।
সূত্র: পলিটিকো