বিদেশফেরত কর্মীদের কর্মসংস্থানে যৌথভাবে কাজ করবে ব্র্যাক ও হ্যালোটাস্ক

0
950
ব্র্যাক-ও-হ্যালোটাস্ক
ব্র্যাক-ও-হ্যালোটাস্ক

বিদেশফেরত বাংলাদেশি কর্মীদের, বিশেষ করে নারী কর্মীদের নিরাপত্তা, দেশে কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই পুনরেকত্রীকরণের লক্ষ্যে যৌথভাবে কাজ করবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও অনলাইন প্ল্যাটফর্ম হ্যালোটাস্ক।

এই চুক্তির আওতায় বিদেশফেরত কর্মীদের তালিকা তৈরি, সাইকোসোশ্যাল কাউন্সেলিং, তাদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। ব্র্যাকের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং হ্যালোটাস্কের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান লিখন সমঝোতায় স্বাক্ষর করেন।

এ উপলক্ষ্যে সোমবার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কে এ এম মোরশেদ, ব্র্র্যাক অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান, হ্যালোটাস্কের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা মেহেদী স্মরণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদে বিদেশ যাত্রা, মানবপাচার বিরোধী সচেতনতা সৃষ্টি এবং বিদেশফেরতদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনরেকত্রীকরণে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এরই ধারাবাহিকতায় গত তিন বছরে ২৪ হাজার বিদেশফেরত অভিবাসীকে বিমান বন্দরে জরুরি তাৎক্ষণিক সেবা সহায়তা, প্রায় ৯ হাজার জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান ও উদ্যোক্তা তৈরি এবং ৫ হাজার জনকে সাইকোসোশ্যাল কাউন্সেলিং সেবা প্রদান করেছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এছাড়া করোনা মহামারিকালীন প্রায় আট হাজার জনকে এ প্রোগ্রাম থেকে অর্থনৈতিক সহায়তা প্রদান করা হয়েছে।

আরো পড়ুন
 ◾‘আমি প্রবাসী’ তথ্যসেবাকে বিদেশগামীদের কাছে পৌঁছে দেবে ব্র্যাকপাচারের শিকার ও বিদেশ ফেরতদের অর্থনৈতিক পুনরেকত্রীকরণে যশোরে ব্র্যাকের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিতস্যার ফজলে হাসান আবেদের ১ম মৃত্যুবার্ষিকীব্র্যাকে যোগ দিলেন সেই রায়হান কবির, কাজ করবেন প্রবাসীদের জন্য

হ্যালোটাস্ক প্ল্যাটফর্ম লিমিটেড মূলত, অনলাইন অ্যাপ্লিকেশন-ভিত্তিক হোম কেয়ারগিভার পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিদেশফেরত নারীদের হ্যালোটাস্ক প্ল্যাটফর্মের আওতায় পেশাদার পরিষেবা প্রদানকারী হিসাবে চাকরিতে নিয়োগের সুযোগ থাকবে।

বিশেষ করে বিদেশফেরত নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং উপযুক্ত কাজের জন্য নিযুক্ত করা হবে, যাতে করে নারী কর্মীদের আয় ও সুরক্ষা নিশ্চিত করা যায়। ব্র্যাক ও হ্যলোটাস্ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ থেকে গত কয়েক বছর ধরে গড়ে এক লাখ নারী বিদেশে কাজ করতে যাচ্ছেন, যার বেশিরভাগই গৃহকর্মী। এদের মধ্যে অনেকেই ফিরে আসতে বাধ্য হন। করোনার আগে পাঁচ বছরে অন্তত দশ হাজার নারী দেশে ফিরেছেন। করোনা মহামারিকালীন অন্তত পাাঁচ লাখ প্রবাসী দেশে ফিরেছেন। এর মধ্যে প্রায় ৫০ হাজারই নারী কর্মী।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে নানা উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ব্র্যাকও বিদেশেফরতদের পুনরেকত্রীকরণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিদেশে থাকা কোন নারী কর্মী সংকটে পড়লে, যেন সহজেই সহায়তা পেতে পারেন সেই বিষয়েও ব্র্যাকের সঙ্গে কাজ করবে হ্যালোটাস্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here