লিবিয়া উপকূল থেকে ৯২ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

0
520
লিবিয়া অভিবাসন প্রত্যাশী উদ্ধার
ফাইল ছবি

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) সোমবার জানিয়েছে, ৯২ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা এক টুইট বার্তায় জানায়, গত রাতে ৯২ জনকে ত্রিপোলিতে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৪ নারী ও ৩ শিশু রয়েছে। তারা একদিন আগে জুয়ারা থেকে নৌকায় করে যাত্রা শুরু করে।

টুইট বার্তায় আরো বলা হয়, কোস্টগার্ডের তথ্য অনুযায়ী চলতি বছর ২৮ হাজার মানুষকে উদ্ধার করে লিবিয়িা ফেরত পাঠানো হয়েছে।

ভূমধ্যসাগর হয়ে উত্তর আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে পৌঁছানোর গুরুত্বপূর্ণ ট্রানজিট হওয়ায়, লিবিয়া ২০১১ সাল থেকে এমন অস্থিরতা ও অনিরাপত্তায় ভুগছে।

আন্তর্জাতিক মহল থেকে অভ্যর্থনা শিবির বন্ধ করার আহ্বান আসা সত্ত্বেও, উদ্ধারকৃত অভিবাসীদের লিবিয়াজুড়ে উপচে পড়া এসব শিবিরে পাঠানো হচ্ছে।

সম্প্রতি, জাতিসংঘের এই সংস্থাটি লিবিয়া কর্তৃপক্ষকে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here