শুক্রবার, 22 নভেম্বর, 2024

ভূমধ্যসাগরে আবার নৌকাডুবি, ১০০ মানুষের মৃত্যু

আবার নৌকা ডুবি, আবার প্রাণহানি। বছরের পর বছর ধরে ভূমধ্যসাগরে যেন একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি। কোনোভাবেই থামানো যাচ্ছে না এ রুটে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা। আজও আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) ও জাতিসংঘের বরাতে বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে ভূমধ্যসাগরে আরেকটি মর্মান্তিক নৌকাডুবির খবর নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, লিবিয়া থেকে যাত্রার পর ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌযান ডুবে প্রায় ১০০ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন।

এমএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘গেল শনিবার ভোর রাতে আলেগ্রিয়া-১ নামের বাণিজ্যিক একটি ট্যাংকার এ ঘটনার পর চারজনকে উদ্ধার করেছে। আলেগ্রিয়া-১ এর সঙ্গে যুক্তদের ভাষ্য, জীবিত উদ্ধার ওই ৪ ব্যক্তি প্রায় ১০০ মানুষকে নিয়ে একটি নৌকায় অন্তত ৪ দিন সমুদ্রে ছিলেন।

অন্যদিকে ট্যাংকার কর্তৃপক্ষ বলছে, ভূমধ্যসাগরের ডুবে অন্তত ৯৬ জন মারা গেছেন। জাতিসংঘের শরণার্থীপ্রধান এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভূমধ্যসাগরে আরো একটি ট্র্যাজেডিতে ৯০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘ইউরোপ উদার ও কার্যকরভাবে ইউক্রেন থেকে ৪০ লাখ শরণার্থীকে সাদরে গ্রহণ করে তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। কীভাবে অন্যান্য উদ্বাস্তু ও আসন্ন অভিবাসীর ক্ষেত্রে এই সক্ষমতা প্রয়োগ করা যায়, ইউরোপের এখন জরুরিভাবে তা বিবেচনা করা উচিত।’

সূত্র: এএফপি, রয়টার্স

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
96SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা