সোমবার, 8 সেপ্টেম্বর, 2025

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশীদের জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২২ পালন করেছে।

দিবসটি পালন উপলক্ষে দূতাবাস বিস্তারিত কর্মসূচির আয়োজন করে। দিবসের প্রথম প্রহরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন।

অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বের শুরুতে রাষ্ট্রদূত স্থানীয় প্রবাসী বাংলাদেশী ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

আরো পড়ুন: বঙ্গবন্ধু মুক্তিকামী মানুষের সাহসী কণ্ঠস্বর: প্রবাসী কল্যাণ মন্ত্রী

এরপর দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দিবসটি উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং বঙ্গবন্ধুর উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর কর্মময় জীবনী এবং তার আদর্শের অবিস্মরণীয় স্মৃতি নিয়ে তারা আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দূতাবাস আয়োজিত এসব অনুষ্ঠানমালায় ত্রিপলীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবার-পরিজনসহ উপস্থিত ছিলেন।

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
97SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা