মসনদে বসেই মেক্সিকোর অভিবাদন পেলেন জো বাইডেন

0
560
আলোকচিত্রী: হেরিকা মার্টিনেজ / এএফপি / গেটি ইমেজস

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বরাবর ডোনাল্ড ট্রাম্পের প্রাচীর নির্মাণ এবং অভিবাসন সংক্রান্ত তার অন্যান্য সংস্কার বন্ধ করার ব্যাপারে দেয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশকে মেক্সিকো বুধবার স্বাগত জানিয়েছে। খবর এএফপি’র।
পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো অ্যাবরার্ড টুইটারে দেয়া এক বার্তায় লিখেছেন, ‘মেক্সিকো এ প্রাচীর নির্মাণ বন্ধ, ডেকা (ডিএসিএ) সুবিধার পক্ষে অভিবাসন পদক্ষেপ এবং দ্বৈত নাগরিত্বের পথকে স্বাগত জানায়।’
শিশু হিসেবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়া তরুণ জনগোষ্ঠীর অভিবাসন মর্যাদা পাওয়া নিয়মিত করতে তিনি ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস কর্মসূচির কথা তুলে ধরেন। আর এ কর্মসূচি ট্রাম্প বন্ধ করে দেয়ার চেষ্টা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here