মঙ্গলবার, 3 ডিসেম্বর, 2024

এপ্রিলের ৭ দিনে ৪৯৭ অভিবাসীকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে: আইওএম

চলতি মাসের তিন থেকে নয় তারিখের মধ্যে লিবিয়ার উপকূল থেকে প্রায় ৪৯৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার কিংবা আটকের পর দেশটিতে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের চার এপ্রিল ১৫ জন নারী ও তিনটি শিশুসহ ২১৭ জন অভিবাসন প্রত্যাশীকে জাওইয়া বন্দরে ফেরত পাঠানো হয়েছিল। এছাড়া আরো ১২০ জনকে একটি পৃথক অভিযানে মায়া অঞ্চলে পাঠানো হয়।

এদিকে ৯ এপ্রিল ৮৪ জন অভিবাসন প্রত্যাশীকে আল-জাওইয়া শহরে ফেরত পাঠানো হয়েছিল। একই সময়ে ১২ জন নারী ও ১৩টি শিশুসহ প্রায় ৭২ অভিবাসন প্রত্যাশীকে একই তারিখে ত্রিপোলি বন্দরের অভিবাসন পয়েন্টে একটি পৃথক অভিযানে ফিরিয়ে দেয়া হয়েছিল।

সূত্র: লিবিয়া অবজারভার

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
96SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা