গত আট মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত দিয়ে রেকর্ড এক লাখ ৮৮ হাজার দুইশত অনিয়মিত অভিবাসন প্রত্যাশী ঢুকেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান বর্ডার এজেন্সি ফ্রন্টেক্স। সংস্থাটি বলছে, অভিবাসী আগমনের এই হার গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বেশি।
ফ্রন্টেক্স আরো জানিয়েছে, পশ্চিম ভূমধ্যসাগরীয় রুট এবং পূর্ব ভূমধ্যসাগরীয় রুটগুলো দিয়ে অভিবাসন প্রত্যাশীদের আগমনের সংখ্যা হ্রাস পেলেও পশ্চিম বলকান এবং মধ্য ভুমধ্যসাগরীয় রুটগুলি অভিবাসন প্রত্যাশীদের যাতায়াতের জন্য অনেক বেশি সক্রিয় ছিলো।
চলতি বছরের শুধু অগাস্ট মাসেই ইউরোপিয়ান ইউনিয়ন প্রায় ৩২ হাজার ৬০০ জন অনিয়মিত অভিবাসন প্রত্যাশীর ইউভূক্ত দেশসমূহে অনিয়মিত প্রবেশ নথিভূক্ত করেছে। যা কিনা ২০২১ সালের একই মাসের তুলনায় ৩৫ শতাংশ বেশি।
সবচেয়ে কার্যকর রুট পশ্চিম বলকান ও মধ্য ভূমধ্যসাগর
ফ্রন্টেক্স এক বিবৃতিতে জানিয়েছে, ইইউভূক্ত দেশসমূহে প্রবেশের জন্য এখনো অভিবাসন প্রত্যাশীদের কাছে সবচেয়ে কার্যকর রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে পশ্চিম বলকান রুটসমূহ। গত অগাস্ট মাসে এ রুট দিয়ে ১৫ হাজার ৯০০ জন অভিবাসন প্রত্যাশী ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশসমূহে প্রবেশের চেষ্টা করেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১৪১ শতাংশ বেশি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য, মধ্য ভূমধ্যসাগরীয় রুট দিয়ে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশের ঢেউ কোনোভাবেই থামানো যাচ্ছে না, উল্টো দিনকে দিন এ সংকট এতটাই তীব্রতর হয়ে উঠেছে যে, তা ইতালিয় হোস্টিং সিস্টেম দ্বারা সামলানো কঠিন হয়ে যাচ্ছে।
এদিকে অনিয়মিত অভিবাসন প্রত্যাশীদের মধ্যে যারা ছোটো ছোটো নৌকায় চড়ে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেছে, সেই সংখ্যাটা অনেক বেশি ছিলো, চলতি বছর এ পর্যন্ত প্রায় ৪১ হাজার ৬৭ অভিবাসন প্রত্যাশী সনাক্ত হয়েছে।
যুদ্ধ শুরুর পর ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকেছে ৯ মিলিয়ন ইউক্রেনিয়
ফ্রন্টেক্স বলছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর আট দশমিক আট মিলিয়ন বা ৮৮ লাখ ইউক্রেনিয় ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকেছে। অবশ্য এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইউক্রেনিয় নাগরিক নিজেদের দেশেও ফিরে এসেছেন।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস (ইংরেজি) থেকে ভাষান্তরিত