শুক্রবার, 18 অক্টোবর, 2024

সাইপ্রাসে ৬২ অভিবাসন প্রত্যাশী উদ্ধার, আটক পাঁচ মানবপাচারকারী

সাইপ্রাসের ফামাগুস্তা ডিস্ট্রিক্টের কেপ গ্রিকো তীর থেকে ৬২ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের পরপরই পাঁচ মানবপাচারকারীকে আটক করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার হওয়া অভিবাসীদের পুরনারা আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। অন্যদিকে মানবপাচারের দায়ে আটক পাঁচ যুবকের বয়স ১৯ থেকে ৩৮ বছরের মধ্যে। তাদেরকে অভিবাসন প্রত্যাশী বোঝাই দুটি নৌকা থেকে আটক করা হয়।

গতকাল রোববার দুপুর সাড়ে দিনটার দিকে কেপ গ্রিকো তীর থেকে ১৪ নটিক্যাল মাইল দূরবর্তী স্থানে প্রথম নৌকাটি সনাক্ত করা হয়। এরপর সেখানে জাহাজ পাঠায় উপকূলরক্ষীবাহিনী। এই নৌকা থেকে ১৯ জন পুরুষ, তিনজন নারী ও চারটি শিশুকে উদ্ধার করা হয়। দ্বিতীয় নৌকাটি সনাক্ত হয় এর ঠিক দুই ঘণ্টা পর। এতে ৩৬ জন যাত্রী ছিল। যাদের মধ্যে তিনজন নারী ও সাতটি শিশু ছিল।

মানবপাচারের দায়ে অভিযুক্ত পাঁচজনকে আয়া নাপা মেরিনায় পাঠিয়েছে উপকূলরক্ষীবাহিনী। মূলত এখানে নৌকায় থাকা লোকদের কাছ থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য পাওয়া গেছে এবং এখানাকার কিছু মানুষ আটককৃতদের মানবপাচারকারী হিসেবে চিহ্নিত করেছিল।

সূত্র: সাইপ্রাস মেইল

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
96SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা