বৃহস্পতিবার, 21 নভেম্বর, 2024

১০০ অভিবাসন প্রত্যাশীর জীবন বাঁচালো ইতালির উদ্ধারকারীরা, মৃত দুই

দক্ষিণ ইতালির একটি জেটির কাছে পালতোলা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ইতালির উপকূলরক্ষীরা ১০০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। এসময় দুটি মৃতদেহও খুঁজে পেয়েছে তারা।

নৌকাটি ডুবে যাওয়ার পর সাগরে ভাসতে থাকা একটি ধাতব বস্তু আঁকড়ে ধরেছিলেন এক অভিবাসন প্রত্যাশী। এসময় উদ্ধারকারীরা সমুদ্রে ঝাঁপ দিয়ে তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর তাকে মটরবোটে করে সিডেরনোতে নিয়ে যাওয়া হয়। সিডেরনো হলো ক্যালাব্রিয়ার পশ্চিম উপকূলের একটি শহর। উদ্ধার অভিযান নিয়ে একজন উদ্ধারকারীর বর্ণনা এমন: আমাদের একজন উদ্ধারকারী বলে উঠলো ‘ঝাঁপ দাও, লাফ দাও’ এবং মনে সাহস রাখো বলে লোকটি সাহস বাড়ানোর চেষ্টা করো।’ অবশেষে তিনি ডুবরির বাড়িয়ে দেয়া হাত ধরার চেষ্টা করলেন এবং তীরে উঠতে সক্ষম হলেন।

দেশটির উপকূলরক্ষীরা জানিয়েছেন, সবমিলিয়ে ১০৮ জন অভিবাসন প্রত্যাশী পালতোলা নৌকাটিতে চড়েছিল, যা কিনা জেটি সংলগ্ন একটি বালুকাময় সৈকতে এসে উল্টে গিয়েছিল।

পালতোলা নৌকা ও ইয়টগুলিতে সাধারণত পাচারকারীরা তুলনামূলক কম অভিবাসন প্রত্যাশীকে বহন করে। এই নৌকাগুলি সাধারণত বেশিরভাগ সময় লিবিয়া থেকে ইতালীয় দ্বীপ সিসিলিতে যাওয়ার চেষ্টা করে। মূলত সমুদ্রে টহলরত বাহিনির হাতে আটক থেকে বাঁচতে ও চোখ এড়াতে মাছধরা নৌকার পরিবর্তে এইসব পালতোলা নৌকা বা ইয়ট ব্যবহার করা হয়। কারণ দূর থেকে দেখলে বোঝার উপায় থাকে না, এসব নৌকায় অভিবাসন প্রত্যাশীরা নাকি বিনোদনের জন্য সমুদ্রে ঘুরতে আসা মানুষ রয়েছে।

দুর্ঘটনাস্থলে আরো কেউ জীবিত বা ক্ষতিগ্রস্ত কেউ আছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ও উপকূলরক্ষী বাহিনী জেটির কাছাকাছি এলাকায় হেলিকপ্টার দিয়েও তল্লাশি চালাচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে যে, সম্ভবত সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সূত্র: আরব নিউজ

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
96SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা