বৃহস্পতিবার, 12 ডিসেম্বর, 2024

জরুরী ভিত্তিতে খাদ্যের সংস্থান না করলে ব্যাপক অভিবাসনের শঙ্কা

৪৯ টি দেশের ৩৫০ মিলিয়ন মানুষের জন্য জরুরী ভিত্তিতে খাদ্য দরকার
চীন, উপসাগরীয় দেশসমূহ, অন্যান্য দেশ ও বিত্তবানদের সহায়তা আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ: মিলিয়ন মিলিয়ন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর জন্য আরও বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ প্রয়োজন। এর ব্যত্যয় ঘটলে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে সারা বিশ্ব ব্যাপক অভিবাসন, অস্থিতিশীল দেশ এবং ক্ষুধার্ত শিশু এবং বৃদ্ধদের দেখতে পাবে। সাম্প্রতিক উত্তপ্ত বিশ্ব পরিস্থিতির মধ্যে গতকাল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলি এমন কড়া সতর্কবার্তা দিলেন।

অন্যদিকে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি বাড়তি তহবিল দেয়ায় দেশ দুটির প্রশংসা করেছেন ডেভিড বিসলি। এসময় তিনি চীন, উপসাগরীয় দেশসমূহ, বিত্তবান এবং অন্যান্য দেশকে ‘‘কঠিন সময়ে এগিয়ে’ আসার আহ্বান জানিয়েছেন।

ধনী বিলিয়নেয়াররা কোভিড-১৯ মহামারী চলাকালীন অভূতপূর্ব মুনাফা করেছেন -বিসলে

আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রদূত সিন্ডি ম্যাককেনের কাছে বিশ্বের বৃহত্তম মানবিক সংস্থার দায়িত্ব হস্তান্তর করার আগে এক সাক্ষাৎকারে দক্ষিণ ক্যারোলিনার এ প্রাক্তন গভর্নর বলেছেন যে, তিনি ‘অত্যন্ত চিন্তিত’’। কারণ এই বছরে প্রায় ২৩ বিলিয়ন ডলার সংগ্রহের প্রয়োজন থাকা স্বত্বেও বিশ্ব খাদ্য কর্মসূচী এ অর্থ সংগ্রহ করবে না। এ অর্থ দিয়ে ৪৯টি দেশের ৩৫০ মিলিয়ন মানুষের খাদ্য সংস্থান প্রয়োজন, যাদের কিনা খাদ্যের নিদারুণ প্রয়োজন। ঠিক এই পর্যায়ে, আমি অবাক হবো, যদি আমরা এর ৪০ শতাংশও পাই।’’

বিশ্ব খাদ্য কর্মসূচী গত বছর একই ধরনের সংকটে ছিল উল্লেখ করে তিনি বলেন, কিন্তু সৌভাগ্যবশত মার্কিন যুক্তরাষ্ট্র তার তহবিল প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন থেকে ৭ দশমিক ৪ বিলিয়ন এবং জার্মানি কয়েক বছর আগে ৩৫০ মিলিয়ন থেকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার সহায়তা বাড়িয়েছিলো। তবে তার অনুমান এ বছর দেশ দুটি একইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে না।

ডেভিড বিসলি ছবি: সংগৃহীত

এমতাবস্থায় চীন থেকে শুরু করে বিশ্বের অন্যান্য ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহŸান জানিয়ে তিনি বলেন, চীনকে ‘‘বহুপাক্ষিক বিশ্বে জড়িত হতে হবে’’ এবং সহায়তা প্রদানে ইচ্ছুক হতে হবে। কারণ ‘‘এটি করার ক্ষেত্রে তাদের নৈতিক বাধ্যবাধকতা রয়েছে’’
বিসলে বলেছেন যে, ধনী বিলিয়নেয়াররা কোভিড-১৯ মহামারী চলাকালীন অভূতপূর্ব মুনাফা করেছেন এবং ‘‘কিছু বহু কোটিপতিকে স্বল্পমেয়াদী সংকটে আমাদের সাহায্য করার জন্য বলা খুব বেশি কিছু নয়।’’

বিসলি জোড় দিয়ে বলেছেন, “বিশ্বকে বুঝতে হবে যে, আগামী ১২ থেকে ১৮ মাস গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি তহবিল প্রত্যাহার করি, তাহলে ব্যাপক অভিবাসন হবে এবং আপনার অস্থিতিশীল দেশ হবে এবং এ কারণে শিশু এবং আশেপাশের মানুষের মধ্যে ক্ষুধার্তের শীর্ষে থাকবে বিশ্ব,”

সূত্র: আরব নিউজ

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
96SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা